ফ্ল্যাটে রহস্যজনক মৃত্যু তৃণমূলকর্মীর

বিছানায় শোয়া। মুখে কালশিটে। নাকমুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। শরীরের কয়েকটা জায়গায় জমাট বাঁধা রক্ত। ছেলের সঙ্গে দেখা করতে এসে ভেজানো দরজা খুলেই এ ভাবে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চমকে উঠেছিলেন চিত্তরঞ্জন ভট্টাচার্য। পুলিশ জানায়, বিজয়গড়ে ভাড়ার ফ্ল্যাটে সমন্বয় ভট্টাচার্য (৩২) নামে ওই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৪ ০৪:১৩
Share:

বিছানায় শোয়া। মুখে কালশিটে। নাকমুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। শরীরের কয়েকটা জায়গায় জমাট বাঁধা রক্ত।

Advertisement

ছেলের সঙ্গে দেখা করতে এসে ভেজানো দরজা খুলেই এ ভাবে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চমকে উঠেছিলেন চিত্তরঞ্জন ভট্টাচার্য।

পুলিশ জানায়, বিজয়গড়ে ভাড়ার ফ্ল্যাটে সমন্বয় ভট্টাচার্য (৩২) নামে ওই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ। তিনি বিজয়গড় কলেজের গ্রন্থাগারের কর্মী ছিলেন। মাস তিনেক আগে তিনি ওই কলেজে যোগ দেন। রোজ সন্ধ্যায় বিজয়গড় ঠাকুরবাড়ির ওই ভাড়ার ফ্ল্যাটে ছাত্র পড়াতেন তিনি। তৃণমূলকর্মী হিসেবে বুধবারেও তিনি ভোটের প্রচারে বেরিয়েছিলেন বলে শাসক দলের নেতাদের দাবি। সমন্বয়ের মা-বাবা থাকেন লর্ডসের মোড়ে।

Advertisement

সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আসেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষও। ভিড় জমে যায়। চিত্তবাবুর দাবি, ছেলের মোবাইল ফোন ও আলমারির চাবি পাওয়া যাচ্ছে না। প্রাথমিক তদন্তে পুলিশ ওই যুবকের ডান গাল ও কাঁধের কাছে আঁচড়ের দাগ পেয়েছে। কিন্তু এটা খুন কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। বেশি রাত পর্যন্ত পরিবারের তরফে থানায় কোনও অভিযোগও দায়ের করা হয়নি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে। তারা জেনেছে, সন্ধ্যায় সমন্বয়ের সঙ্গে অন্য এক যুবক ছিল। কিন্তু দেহ উদ্ধারের পরে তার দেখা মেলেনি।

খবর পেয়েই ঘটনাস্থলে যান বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত এবং কলকাতা পুরসভার মেয়র-পারিষদ দেবব্রত মজুমদার। দেবব্রতবাবু বলেন, “সমন্বয় আমাদের দলের কর্মী ছিলেন। বুধবার সন্ধ্যাতেও উনি প্রার্থীর সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন। বৃহস্পতিবারেও তাঁর বেরোনোর কথা ছিল। কিন্তু বেরোননি। হঠাৎ ওঁর বাড়ি থেকে মৃত্যুর খবরটা পাই।” দেবব্রতবাবু জানান, এলাকায় ভাল ছেলে বলে পরিচিত সমন্বয়ের কোনও রাজনৈতিক শক্র ছিল বলে তাঁদের জানা নেই।

উত্তর বন্দর থানা এলাকাতেও এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রামকৃষ্ণ মহাশ্মশান ঘাটে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা থানায় জানান। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement