প্লেনে ওঠা বা নামার মতোই যাত্রীরা সরাসরি বাস টার্মিনাস থেকে টানেলের মধ্যে দিয়ে পৌঁছে যাবেন বাসের দরজার সামনে। দরজা বন্ধ হলে বাস ছেড়ে দেবে। বিমানবন্দরের আদলে নিউ টাউনে তৈরি হচ্ছে আধুনিক আন্তঃরাজ্য বাস টার্মিনাস। হিডকো সূত্রে জানা গিয়েছে, বাস টার্মিনাসের চূড়ান্ত নকশা কয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।
হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, “মূলত দূরপাল্লার অর্থাৎ বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডগামী বাস ছাড়বে এখান থেকে। পাশাপাশি ঢাকা, ভুটানের বাসও এখান থেকে ছাড়ার পরিকল্পনা রয়েছে। এখানে এলে মনে হবে যেন বিমানবন্দর থেকে বাস ধরছেন। অনেকটা কলকাতা বিমানবন্দরের আদলেই তৈরি হচ্ছে এই বাস টার্মিনাস।” দেবাশিসবাবু জানান, ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরিয়ে নেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়। সেই মতো শহরের কয়েকটি জায়গায় বাস টার্মিনাস তৈরির পরিকল্পনা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে নিউ টাউনে।
নিউ টাউনের অ্যাকশন এরিয়া টু-এ ডিরোজিও কলেজের পিছনে দশ একর জায়গায় তৈরি হচ্ছে এই আধুনিক বাস টার্মিনাস। বিমানবন্দরের আদলে এই টার্মিনাসটি হবে বাতানুকূল। বিমান ধরার জন্য যেমন বিমানবন্দরের কাচের দরজা ঠেলে যাত্রীরা লাউঞ্জে চলে যান, সে রকমই এই বাস টার্মিনাসেও থাকবে অত্যাধুনিক লাউঞ্জ। একতলার লাউঞ্জে থাকবে বিভিন্ন রুটের টিকিট কাউন্টার। দোতলায় থাকবে নানা ধরনের খাবারের দোকান। উপহার সামগ্রী এবং ফুলের দোকানও তৈরির পরিকল্পনা হয়েছে। এক জন যাত্রী টিকিট কেটে বাসের জন্য লাউঞ্জে বসে অপেক্ষা করবেন। বাস ছাড়ার কথা মাইকে ঘোষণা করলে তিনি টানেলের ভিতর দিয়ে সরাসরি পৌঁছে যাবেন বাসের দরজার সামনে। ওই বাস টার্মিনাসে দশটির মতো প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পানা রয়েছে বলে জানিয়েছেন হিডকোর আধিকারিকেরা। সেই সঙ্গে ১০০টির মতো বাসও থাকতে পারবে ওই টার্মিনাসে। তার জন্য বানানো হবে বাস-ছাউনি। বাসের চালক ও কন্ডাক্টরদের জন্য থাকবে বিশ্রাম নেওয়ার জায়গা।
দেবাশিসবাবু জানান, বিমানবন্দর অনুকরণে এই বাস টার্মিনাস তৈরি করতে হিডকোর আধিকারিক ও পরিবহণ দফতরের ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। এই বাস টার্মিনাসের চূড়ান্ত নকশা তৈরির জন্য ২২টি সংস্থা আবেদন করেছিল। পাঁচটি সংস্থাকে প্রাথমিক নির্বাচন করা হয়েছে। দিন কয়েকের মধ্যে ওই সংস্থাগুলির প্রতিনিধিদের হিডকোয় ডাকা হবে। সেখানে তাদের সঙ্গে কথা বলে একটি সংস্থাকে চূড়ান্ত নির্বাচন করা হবে।
হিডকোর আধিকারিকদের মতে নিউ টাউনের যে জায়গায় এই বাস টার্মিনাস তৈরি হচ্ছে সেই জায়গাটি আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য বাস ছাড়ার জন্য খুবই উপযুক্ত। কারণ এখান থেকে বিহার, ঝাড়খণ্ড বা ওড়িশা যাওয়ার বাস বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে গিয়ে দিল্লি বা মুম্বই রোড সহজেই ধরতে পারবে। অন্য দিকে, ঢাকা বা উত্তরবঙ্গগামী বাস সহজেই যশোহর রোড ধরতে পারবে।