বালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য

এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে শনিবার দমদম থানার ১৪ নম্বর ওয়ার্ডের কালীধামে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, গত মঙ্গলবার ন’বছরের এক বালিকাকে ধর্ষণ করে এলাকারই দুই যুবক। শনিবার দমদম থানায় এ সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত দুই যুবক সুবল দে ও রমেন দাস অবশ্য এলাকাছাড়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০০
Share:

এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে শনিবার দমদম থানার ১৪ নম্বর ওয়ার্ডের কালীধামে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, গত মঙ্গলবার ন’বছরের এক বালিকাকে ধর্ষণ করে এলাকারই দুই যুবক। শনিবার দমদম থানায় এ সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত দুই যুবক সুবল দে ও রমেন দাস অবশ্য এলাকাছাড়া।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কালীধাম এলাকায় একটি শিব মন্দিরের কাছে খেলছিল ওই বালিকা। অভিযোগ, তখন সুবল ও রমেন চকোলেট দেওয়ার নামে তাকে মন্দিরের পাশে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। রাতে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে ওই বালিকা। সেদিন ভয়ে কিছু না বললেও পর দিন সকালে সে মা-বাবা ও দিদিকে সব বলে। আরও জানায়, বিষয়টি কাউকে বললে প্রাণে মারার হুমকি দিয়েছে ওই দুই যুবক। মেয়েটির বাবা জানান, তাঁরাও ভয়ে দু’দিন কাউকে কিছু বলেননি। তবে শুক্রবার রাতে ওই বালিকার শরীর বেশি খারাপ হওয়ায় বিষয়টি প্রতিবেশীদের জানান তিনি। ওই বালিকার বাবার চায়ের দোকান রয়েছে। তিনি বলেন, “আমরা গরিব। দোষীদের চেনে আমার মেয়ে। সে-ই ওই দু’জনের নাম বলেছে। জানাজানি হলে ওরা যদি মেয়েকে মেরে ফেলে, তাই দু’দিন কিছু বলিনি।”

এ দিকে, শনিবার সকালে সব জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসে দমদম থানার পুলিশ। অভিযুক্ত দুই যুবকের অবশ্য খোঁজ মেলেনি। দমদম পুর-এলাকার উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের তরফে বলা হয়, অভিযুক্ত দুই যুবকই সক্রিয় বিজেপি কর্মী। যদিও বিজেপি-র তরফে জানানো হয়েছে, ওই দু’জনের কেউই তাদের দলের সদস্য নয়। তাদের দাবি, অভিযুক্তেরা শাসক দলেরই প্রশ্রয় পেয়েছে। না হলে তারা এলাকা ছেড়ে পালাতে পারত না।” ব্যারাকপুর কমিশনারেটের এক কর্তা বলেন, “তদন্ত শুরু হয়েছে। ওই দুই যুবকের খোঁজে কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। আশা করছি অভিযুক্তেরা দ্রুতই ধরা পড়ে যাবে।”

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন