রাতপথে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রাতের কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ। এ বার আমহার্স্ট স্ট্রিট থানার বিবেকানন্দ রোডে। পুলিশ জানায়, সোমবার রাতে বিবেকানন্দ রোডে মেসে ফিরছিল বাগনানের বাসিন্দা এক কলেজছাত্রী। তখন এক মাঝবয়সী ব্যক্তি তাঁকে গলিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ জানায়, ওই তরুণী উত্তর কলকাতার এক কলেজে পড়েন। বিবেকানন্দ রোডের একটি মেসে থাকেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৪ ০২:১২
Share:

রাতের কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ। এ বার আমহার্স্ট স্ট্রিট থানার বিবেকানন্দ রোডে। পুলিশ জানায়, সোমবার রাতে বিবেকানন্দ রোডে মেসে ফিরছিল বাগনানের বাসিন্দা এক কলেজছাত্রী। তখন এক মাঝবয়সী ব্যক্তি তাঁকে গলিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

Advertisement

পুলিশ জানায়, ওই তরুণী উত্তর কলকাতার এক কলেজে পড়েন। বিবেকানন্দ রোডের একটি মেসে থাকেন। পুলিশকে তিনি জানিয়েছেন, রোজকার মতো সোমবারও রাত সাড়ে ন’টা নাগাদ খাবার কিনে বিবেকানন্দ রোড ধরে হেঁটে ফিরছিলেন তিনি। তখনই এক ব্যক্তি এসে পরিবারের খবর জানতে চেয়ে কথা বলতে শুরু করে। ওই ব্যক্তি জানায়, তার নাম তাপস। নিজেকে মেডিক্যাল কলেজের স্ত্রী-রোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দিয়ে ওই তরুণীর বাবা-মায়ের নাম বলে সে। জানায়, সে তাঁদের পরিচিত। তরুণীর বক্তব্য, “ওই ব্যক্তি আমার মা এবং আমার অসুস্থতা নিয়ে কথা বলতে শুরু করে।” তাঁর অভিযোগ, নানা কথা বলতে বলতে লোকটি তাঁকে রামদুলাল সরকার স্ট্রিট পেরিয়ে এক নির্জন গলিতে নিয়ে যায় ও ধর্ষণ করে।

ওই তরুণীর দাবি, ঘটনার পরেই ওই ব্যক্তি চম্পট দেয়। কোনওক্রমে নিজেকে সামলে বাড়িতে বাবাকে ফোন করেন তিনি। বাগনান থেকে তাঁর বাবা এসে পৌঁছন। ওই রাতেই কয়েক জন বান্ধবীকে নিয়ে আমহার্স্ট স্ট্রিট থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তবে ওই তরুণীর বয়ানে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসারেরা। এক অফিসার জানান, মেয়েটির বিবরণ অনুযায়ী অভিযুক্তের স্কেচ আঁকানো হয়েছে। তাকে শনাক্ত করার চেষ্টা হচ্ছে। মঙ্গলবার যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ বলেন, “ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement