‘শ্লীলতাহানি’ দুই শিশুর, গ্রেফতার ২

দুই শিশুকে শ্লীলতাহানি করার দু’টি আলাদা আলাদা অভিযোগ উঠল শহরের দু’টি এলাকায়। প্রথম ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বৌবাজার থানা এলাকায়। ওই ঘটনায় পুলিশ এক তরুণকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধৃতের নাম শেখ রহমাতুল্লা (১৮)। ধৃত ওই যুবক একটি কাপড়ের দোকানের শ্রমিক। পুলিশ সূত্রের খবর, ফিয়ার্স লেনের বাসিন্দা বছর চারেকের এক শিশুকন্যা সোমবার রাতে বাড়িতে একা ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৪ ০২:০০
Share:

দুই শিশুকে শ্লীলতাহানি করার দু’টি আলাদা আলাদা অভিযোগ উঠল শহরের দু’টি এলাকায়। প্রথম ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বৌবাজার থানা এলাকায়। ওই ঘটনায় পুলিশ এক তরুণকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধৃতের নাম শেখ রহমাতুল্লা (১৮)। ধৃত ওই যুবক একটি কাপড়ের দোকানের শ্রমিক। পুলিশ সূত্রের খবর, ফিয়ার্স লেনের বাসিন্দা বছর চারেকের এক শিশুকন্যা সোমবার রাতে বাড়িতে একা ছিল। সেই সময়ে প্রতিবেশী ওই তরুণ তাকে অশালীন ছবি দেখায় ও তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। রাতেই ওই শিশুর বাবা-মা বৌবাজার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

অপরটি দক্ষিণ কলকাতার এক বেসরকারি স্কুলের ঘটনা। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে স্কুলেরই এক শিক্ষক শ্লীলতাহানি করেন বলে ওই ছাত্রীর বাবা-মা লেক থানায় মঙ্গলবার অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ওই শিক্ষক স্কুলেরই ভিতরে একটি আলাদা ঘরে নিয়ে গিয়ে ছাত্রীর শ্লীলতাহানি করেন। এ কথা জানাজানির পরে মঙ্গলবার স্কুল চলাকালীন অন্য ছাত্রছাত্রীর অভিভাবকেরা ঘটনার প্রতিবাদ জানিয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। ডিসি (এসইডি) দেবব্রত দাস বলেন, “ছাত্রীর বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ গৌতম দাস নামের ওই শিক্ষককে গ্রেফতার করেছে। আজ, বুধবার ওই শিক্ষককে আদালতে তোলা হবে।” এ দিকে স্কুলের অধ্যক্ষ অরিজিৎ মিত্র এ দিন জানান, ঘটনাটি সত্যি হলে ওই শিক্ষককে স্কুল থেকে বহিষ্কার করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন