শিশু খুনে যাবজ্জীবন হল বাবার

নিজের এক মাসের শিশুকন্যাকে আছড়ে মেরে ফেলার অপরাধে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল আলিপুর আদালত। সাজাপ্রাপ্তের নাম অমর বিশ্বাস। কারাদণ্ডের সঙ্গে তার এক হাজার টাকা জরিমানাও হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৫ ০১:২৫
Share:

নিজের এক মাসের শিশুকন্যাকে আছড়ে মেরে ফেলার অপরাধে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল আলিপুর আদালত। সাজাপ্রাপ্তের নাম অমর বিশ্বাস। কারাদণ্ডের সঙ্গে তার এক হাজার টাকা জরিমানাও হয়েছে। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। মেয়েকে খুনের অপরাধে মঙ্গলবার অমরকে দোষী সাব্যস্ত করেছিলেন আলিপুরের নবম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক স্মরজিত্ মজুমদার।

Advertisement

সরকারি আইনজীবী সাবিনা আহমেদ জানান, ২০১৪ সালের ৩০ জুন তারাতলার ব্রেস ব্রিজ এলাকায় ওই ঘটনা ঘটে। সংসারে অভাবের কারণে অমর তার বড় মেয়েকে বিক্রি করতে গিয়েছিল। কিন্তু স্ত্রী মোনা বাধা দেওয়ায় সে তা পারেনি।

এর পরে অমর সদ্যোজাত ছোট মেয়েটিকে বিক্রি করতে গেলে আবারও বাধা দেন তার স্ত্রী।

Advertisement

আইনজীবী জানান, ঘটনার দিন সকালে অমরের কাছে ১০০ টাকা চান মোনা। অমর রাজি না হলে স্বামী-স্ত্রীর বচসা হয়। তারই জেরে অমর এক মাসের মেয়েকে মেঝেতে আছড়ে ফেলে। এসএসকেএমে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement