শিশু ‘নিখোঁজ’ ঘিরে রহস্য খিদিরপুরে

খিদিরপুরের কাছে বনফিল্ড লেন থেকে তিন বছরের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য দানা বেঁধেছে। শিশুটির বাবা পেশায় রিকশাচালক। তাঁর সন্দেহ, স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে চুরি করে বিক্রি করে দিয়েছে। পুলিশ জানায়, পেশায় মুচি ওই ব্যক্তিরও কয়েক দিন ধরে খোঁজ নেই। ফলে তাঁর উপরেই সন্দেহ জোরদার হচ্ছে। শিশুটি গত ১২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০৭
Share:

খিদিরপুরের কাছে বনফিল্ড লেন থেকে তিন বছরের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য দানা বেঁধেছে। শিশুটির বাবা পেশায় রিকশাচালক। তাঁর সন্দেহ, স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে চুরি করে বিক্রি করে দিয়েছে। পুলিশ জানায়, পেশায় মুচি ওই ব্যক্তিরও কয়েক দিন ধরে খোঁজ নেই। ফলে তাঁর উপরেই সন্দেহ জোরদার হচ্ছে। শিশুটি গত ১২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ। সে দিনই পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি হয়। পুলিশ অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Advertisement

শিশুটির বাবা মহম্মদ নাসিমের তিন মেয়ে, এক ছেলে। নাসিমের কথায়, ‘‘দিন দশেক আগে ওই ব্যক্তি এক মহিলাকে নিয়ে এসে বলে, আমার বাচ্চাদের মধ্যে এক জনকে নিতে চায়। বিনিময়ে ২০-২৫ হাজার টাকা দেবে।’’ রাজি হননি নাসিম ও তাঁর স্ত্রী। নাসিমের কথায়, ‘‘ওরা শাসিয়ে যায়, আমার বাচ্চা চুরি হয়ে গেলে কিছু করার থাকবে না।’’ তার তিন দিন পরেই এই ঘটনা।

পুলিশ জেনেছে, ঘটনার দিন নাসিমের শিশুপুত্র ছিল তার দিদি নাসরিনের কাছে। ভাইকে ঘরে রেখে নাসরিন কিছুক্ষণের জন্য উঠেছিল। ঘরে ফিরে নাসরিন দেখে, ভাই নেই। পুলিশ জানায়, নাসিমের ছেলে নিখোঁজ হওয়ার পর থেকে ওই মুচিকেও এলাকায় দেখা যাচ্ছে না। তার থেকেই পুলিশের ধারণা, দু’টি ঘটনার মধ্যে সম্পর্ক আছে।

Advertisement

তবে তদন্তে নেমে সমস্যায় পড়েছে ওয়াটগঞ্জ থানার পুলিশ। তাদের বক্তব্য, শিশুটির কোনও ছবি তার মা-বাবার কাছে নেই। আবার সন্দেহের তির যার দিকে, সেই মুচিরও কোনও ছবি পাওয়া যাচ্ছে না। সে কারণে ওই মুচির খোঁজ করতে যাওয়ার সময়ে নাসিমকেই নিয়ে যাচ্ছে পুলিশ। লালবাজারের এক কর্তা জানান, শহরে শিশু পাচার চক্র রয়েছে। তিলজলা, তপসিয়া ও বন্দরের বিভিন্ন এলাকায় শিশু নিখোঁজ হওয়ার ঘটনা বেশি। বনফিল্ড লেনের ঘটনার সঙ্গে শিশু পাচার চক্রের যোগ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement