ভুয়ো ফোন করে ব্যাঙ্কের প্রতিনিধির পরিচয় দিয়ে এক মহিলার টাকা হাতানোর ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে, সল্টলেক থেকে। ধৃতের নাম সঞ্জয় মণ্ডল ওরফে করণকুমার ওরফে রাহুল। তিনি ধানবাদের একটি কলেজের প্রথম বর্ষের ছাত্র। বাড়ি বর্ধমানের হীরাপুরে। ধৃতকে শুক্রবার বিধাননগর আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়। তাঁর কাছে ২টি মোবাইল ও ৬টি সিম কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ জানায়, সেপ্টেম্বরে নিউ টাউনের এক মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সাইবার থানার পুলিশ। ওই মহিলার অভিযোগ, একটি অজানা নম্বর থেকে ফোন করে এক ব্যক্তি নিজেকে এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের প্রতিনিধি বলে পরিচয় দেন। ওই ব্যক্তি মহিলার এটিএম কার্ডের বিভিন্ন তথ্য বলে তাঁর বিশ্বাস অর্জন করেন। সেই সূত্র ধরেই মহিলার এটিএম কার্ডের পাসওয়ার্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেন ওই ব্যক্তি। কিছু দিনের মধ্যেই মহিলা দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে খোয়া গেছে প্রায় ৩১ হাজার টাকা। তদন্তে দেখা যায়, ঝাড়খণ্ড থেকে ওই ফোনটি এসেছিল। সল্টলেকের গোয়েন্দা প্রধান কঙ্করপ্রসাদ বারুই জানান, শুধু একজন নয়, ঝাড়খণ্ডের একটি চক্র ঘটনাটির পিছনে রয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। তদন্তকারীদের একাংশের বক্তব্য, শহর ও শহরতলিতে সাইবার অপরাধের একাধিক চক্র সক্রিয় রয়েছে, তার মধ্যে ভিন্ রাজ্যের চক্রের সংখ্যাও যে বাড়ছে, এই ধরণের ঘটনায় আরও একবার তার প্রমাণ মিলছে।
সাইবার বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায়ের বক্তব্য, গ্রাহকদের থেকে ব্যাঙ্ক কখনই ফোনে তথ্য সংগ্রহ করে না। তা জানা সত্ত্বেও গ্রাহকদের একাংশ ফোনে তথ্য দিচ্ছেন। বস্তুত এই ধরণের সাইবার অপরাধ দমনে লাগাতার ভাবে গ্রাহকদের সচেতন করাই একমাত্র রাস্তা।