সতেরোয় শুরু সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়

আর বছর দেড়েকের মাথায়, ২০১৭ সালের জুলাইয়ে পথ চলা শুরু করবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ ফেলিক্স রাজ। অধ্যক্ষ এ দিন পরিষ্কার করে দেন, সেন্ট জেভিয়ার্স কলেজকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হচ্ছে না।

Advertisement
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৬ ০৩:২১
Share:

আর বছর দেড়েকের মাথায়, ২০১৭ সালের জুলাইয়ে পথ চলা শুরু করবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ ফেলিক্স রাজ। অধ্যক্ষ এ দিন পরিষ্কার করে দেন, সেন্ট জেভিয়ার্স কলেজকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হচ্ছে না। কলেজ থাকবে কলেজেই। আলাদা ভাবে নিজস্ব পরিকাঠামো সম্পূর্ণ করেই পথ চলা শুরু করবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। ফেলিক্স জানান, সেন্ট জেভিয়ার্স কলেজের নবম সমাবর্তন অনুষ্ঠান হবে ১৬ জানুয়ারি। এ বারের সমাবর্তনে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুগত মারজিত। ২২ থেকে ২৪ জানুয়ারি চলবে কলেজের স্টুডেন্ট কাউন্সিল পরিচালিত ‘জ্যাভোৎসব’। সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী সংগঠনের পক্ষ থেকে ২৬ জানুয়ারি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাতে উপস্থিত থাকবেন আশা ভোঁসলে। ভাষা দিবস উপলক্ষে এ বছর আরও বড় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই প্রসঙ্গেই অধ্যক্ষ জানান, স্টুডেন্ট কাউন্সিল শুধু কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যই চাঁদা সংগ্রহ করে না। সামাজিক কাজেও যোগ দেয় তারা। যেমন এ বছর তারা আর্থিক সহায়তা দানের মাধ্যমে চেন্নাইয়ের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement