Kumari Kujur Death

প্রয়াত আরএসপি-র প্রাক্তন বিধায়ক

করোনা-পর্ব থেকে অসুস্থ হয়ে গৃহবন্দি হয়ে পড়েছিলেন প্রাক্তন বিধায়ক। তবে তার মধ্যেও দলের কর্মসূচির নিয়মিত খোঁজখবর রাখতেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১০:১২
Share:

প্রয়াত প্রাক্তন বিধায়ক কুমারী কুজুর। —ফাইল চিত্র।

প্রয়াত হলেন মাদারিহাটের তিন বারের প্রাক্তন আরএসপি বিধায়ক কুমারী কুজুর (৭৭)। বীরপাড়ায় বুধবার সন্ধ্যায় নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন তিনি। দলের শ্রমিক সংগঠন অনুমোদিত ডুয়ার্স চা-বাগান ওয়ার্কার্স ইউনিয়ন ও নিখিল বঙ্গ মহিলা সঙ্ঘের তৎকালীন অবিভক্ত জলপাইগুড়ি জেলার সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কুমারী। করোনা-পর্ব থেকে অসুস্থ হয়ে গৃহবন্দি হয়ে পড়েছিলেন প্রাক্তন বিধায়ক। তবে তার মধ্যেও দলের কর্মসূচির নিয়মিত খোঁজখবর রাখতেন। দলের প্রাক্তন বিধায়কের প্রয়াণে আরএসপি-র রাজ্য সম্পাদক তপন হোড় বলেছেন, “সমগ্র উত্তরবঙ্গ জুড়ে যখন বিচ্ছিন্নতাবাদকে প্ররোচনা দেওয়ার চেষ্টা চলছে, তখন কুমারী কুজুরের মতো এক জন যুক্তিবাদী মানুষের মৃত্যু অপূরণীয় ক্ষতি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন