শ্রম আধিকারিদের সংগঠন ডব্লিউবিএলএসডিওএ-র বার্ষিক সাধারণ সভা। —নিজস্ব চিত্র।
রাজ্যে ‘ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিসে’র আধিকারিকদের সংগঠন ডব্লিউবিএলএসডিওএ-র সভাপতি নির্বাচিত হলেন আশিস সরকার এবং সাধারণ সম্পাদক হলেন বিতান দে। কলকাতায় ছিল সংগঠনের বার্ষিক সাধারণ সভা। সেখান থেকেই পদাধিকারীদের বেছে নেওয়া হয়েছে। সংগঠন সূত্রের বক্তব্য, প্রায় এক কোটি ৮০ লক্ষ অসংগঠিত শ্রমিক এবং প্রায় ২৩ লক্ষ পরিযায়ী শ্রমিকের জন্য কল্যাণমূলক নানা প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন এই আধিকারিকেরা। সংগঠিত ক্ষেত্রেও বিভিন্ন শ্রম আইনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী কাজ রূপায়ণে তাঁদের ভূমিকা আছে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য, ‘‘সংগঠিত ও অসংগঠিত বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকদের জন্য রাজ্য সরকারের নানা প্রকল্প চলছে। আগামী দিনেও শ্রমিকদের জন্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যেতে আমরা দায়বদ্ধ।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে