Dengue

ডেঙ্গি নিয়ে ফাঁকি নয়, বলল রাজ্য

ডেঙ্গি নিয়ে আগাম সতর্কতার কথা সোমবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২০ ০৪:২৬
Share:

প্রতীকী ছবি।

করোনাভাইরাসের সর্বগ্রাসী হামলার বিরুদ্ধে বিরামহীন লড়াই তো চলবেই। কিন্তু নতুন ব্যাধির সঙ্গে যুদ্ধ চালাতে হচ্ছে বলে পুরনো শত্রু ডেঙ্গি প্রতিরোধের প্রস্তুতিতে যেন কোনও ভাবেই কোনও রকম খামতি না-থাকে। সোমবার এই মর্মেই সব পুরসভার কাছে চিঠি পাঠাল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।

Advertisement

ডেঙ্গি নিয়ে আগাম সতর্কতার কথা সোমবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অব্যবহিত পরে পুর ও নগরোন্নয়ন দফতরের সচিব সুব্রত গুপ্তের স্বাক্ষরিত চিঠি পৌঁছে গেল পুরসভাগুলির কাছে।

ডেঙ্গির জন্য ‘ভলান্টিয়ারি কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং’ (ভিসিটি)-সহ বিভিন্ন টিম, স্প্রে মেশিন ঠিকঠাক রাখার পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য প্রস্তুতি চূড়ান্ত করে রাখার কথা বলা হয়েছে পুরসচিবের ওই চিঠিতে। লকডাউন ওঠা কিংবা স্বাস্থ্য দফতর থেকে ডেঙ্গি নিয়ে পরবর্তী পদক্ষেপের নির্দেশ গেলে যাতে মাঠে নেমে পড়া যায়, সেই জন্য তৈরি থাকার কথা চিঠিতে বলা হয়েছে বলে জানান পুর দফতরের কর্তারা। লারভিসায়িড তেল (যা স্বাস্থ্য দফতর সংগ্রহ করবে) জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের (সিএমওএইচ) তত্ত্বাবধানে রয়েছে। প্রয়োজনে নিজেদের তহবিলের অর্থ থেকে তা-ও কিনতে পারবে পুরসভা। ইতিমধ্যেই সেই সংক্রান্ত তহবিল দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। তবে কোভিড১৯ মোকাবিলার ক্ষেত্রে জেলাশাসকেরা ব্যস্ত আছেন। তাই এখন ডেঙ্গি সংক্রান্ত কাজকর্মের জন্য পুরসভার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন দফতরের অফিসারেরাই। ইতিমধ্যে সেই কাজ শুরুও হয়েছে দাবি প্রশাসনের। পুর দফতরের এক কর্তা বলেন, ‘‘করোনা মোকাবিলার কাজের জন্য ডেঙ্গি রোধের উদ্যোগ যাতে কোনও ভাবেই পিছনে চলে না-যায়, সেটাই দেখতে বলা হয়েছে।’’ ডেঙ্গি প্রতিরোধে কী করা দরকার, তা জানতে চেয়ে ইতিমধ্যেই পুর দফতরের সঙ্গে যোগাযোগ করছে বিভিন্ন পুরসভা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement