Moloy Ghatak

বিধানসভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী মলয় ঘটক, তড়িঘড়ি ভর্তি করানো হল হাসপাতালে

বিধানসভার চিকিৎসকেরা প্রাথমিক ভাবে দেখে জানান, রক্তচাপ কমে গিয়েছে মন্ত্রীর। জানা গিয়েছে, গায়ে জ্বর নিয়েই মঙ্গলবার বিধানসভা অধিবেশনে হাজির হয়েছিলেন মলয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৩ ১৫:৩২
Share:

হুইলচেয়ারে করে বিধানসভা থেকে বার করা হচ্ছে মলয় ঘটককে। —নিজস্ব চিত্র।

মঙ্গলবার বিধানসভায় নিজের কক্ষে আচমকা অসুস্থ হয়ে পড়লেন আইনমন্ত্রী মলয় ঘটক। তড়িঘড়ি তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিধানসভা থেকেই খবর দেওয়া হয় মন্ত্রীর বাড়িতে।

Advertisement

মলয়ের অসুস্থতার খবর পেয়ে তাঁর কক্ষে ছুটে যান মন্ত্রী ফিরহাদ হাকিম, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই। খবর দেওয়া হয় বিধানসভার চিকিৎসকদেরও। তাঁরা প্রাথমিক ভাবে দেখে জানান, রক্তচাপ কমে গিয়েছে মন্ত্রীর। জানা গিয়েছে, গায়ে জ্বর নিয়েই মঙ্গলবার বিধানসভার অধিবেশনে হাজির হয়েছিলেন মলয়।

বিধানসভার চিকিৎসকেরা পরামর্শ দেন, মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করানোর। এর পরই দেখা যায়, হুইলচেয়ারে বসিয়ে বিধানসভার থেকে বার করে আনা হচ্ছে আইনমন্ত্রীকে। তার পর নিজের গাড়িতে করেই হাসপাতালে পৌঁছন মন্ত্রী। সেখানে চিকিৎসকেরা তাঁকে দেখছেন। বেশ কিছু পরীক্ষাও করানো হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement