Lawyer Attacked

পার্কিং নিয়ে বিবাদ, দক্ষিণ কলকাতার চারু মার্কেটে তরুণী আইনজীবীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৬
Share:

পার্কিং নিয়ে বচসার জেরে আইনজীবীর উপর হামলা। প্রতীকী ছবি।

গাড়ি পার্কিং করা নিয়ে ঝামেলার সূত্রপাত। আর তার জেরেই দক্ষিণ কলকাতার চারু মার্কেট এলাকায় এক তরুণী আইনজীবীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল কয়েক জনের বিরুদ্ধে। অকথ্য ভাষায় ওই আইনজীবীকে গালিগালাজও করা হয় বলে অভিযোগ।

Advertisement

আইনজীবীর দাবি, তাঁর চেম্বারের সামনে বেআইনি পার্কিংয়ের প্রতিবাদ করেছিলেন। আর সেই প্রতিবাদের জেরে এলাকার কয়েক জন তাঁর সঙ্গে বচসা শুরু করেন। অভিযোগ, সেই বচসার মধ্যে আচমকাই আইনজীবীকে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়। তাঁকে হুমকিও দেওয়া হয়। গন্ডগোলের খবর পেয়েই চারু মার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে।

এর পর দু’পক্ষই থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তবে হামলাকারী এবং এলাকায় কয়েক জনের অভিযোগ, আইনজীবীর বাবা পেশায় প্রোমোটার। অবৈধ নির্মাণের সঙ্গে জড়িত। হামলাকারীদের অভিযোগ, তাঁদের উপর আগে হামলা চালানো হয়েছে। যদিও দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement