Left Front

পুরভোটের দাবি

বামেদের তরফে রবীন দেব, প্রবীর দেব, দেবাশিস মুখোপাধ্যায়, কংগ্রেসের প্রকাশ উপাধ্যায়েরা সোমবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে দেখা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ০৫:৪৯
Share:

ফাইল চিত্র।

রাজ্যে মোট ১১২টি পুরবোর্ডের মেয়াদ ফুরিয়ে গেলেও নির্বাচন হয়নি। মেয়াদ ফুরিয়ে যাওয়া পুরসভাগুলির ভোট দাবি করে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বামফ্রন্ট ও কংগ্রেস। বামেদের তরফে রবীন দেব, প্রবীর দেব, দেবাশিস মুখোপাধ্যায়, কংগ্রেসের প্রকাশ উপাধ্যায়েরা সোমবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে দেখা করেন। তাঁদের বক্তব্য, করোনা পরিস্থিতির জন্য অনেক পুরসভায় নির্বাচন করা হয়নি। কিন্তু তার অনেক আগে থেকেই কিছু পুরসভার নির্বাচন বকেয়া রয়ে গিয়েছে। নির্বাচন দাবি করে ওই ১১২টি পুরসভা এলাকায় ১৩ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত মিছিল, অবস্থান-বিক্ষোভ ও মহকুমা শাসকের কাছে দাবি জানানোর কর্মসূচিও নিয়েছে বামফ্রন্ট ও সহযোগী মিলে ১৬টি দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন