CPM

পুলিশকে হুঁশিয়ারি বিরোধী নেতাদের

আহতেরা অভিযোগ করেন, তাঁদের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে অথচ হামলাকারীরা ঘুরে বেড়াচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২০ ০৩:৫০
Share:

হাওড়ার শ্যামপুরে আহত কর্মীদের কাছে বাম-কংগ্রেস নেতারা। নিজস্ব চিত্র।

হাওড়ার শ্যামপুরে ঘূর্ণিঝড় ‘আমপান’ দুর্গত এলাকা ঘুরে তাঁরা ফিরে আসার পরে বাম ও কংগ্রেস কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠেছিল। দ্বিতীয় দফায় শ্যামপুরে গিয়ে সোমবার বারগ্রামে আহত ইনজামুল খান ও মামুদপুরে আখতার খানের বাড়িতে এবং পরে থানায় গিয়ে পুলিশকে ‘হুঁশিয়ারি’ দিয়ে এলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। চার বছরে বিরোধী নেতাদের থানায় যাওয়া এই প্রথম। হাওড়া জেলার (গ্রামীণ) তৃণমূল নেতা পুলক রায়ের পাল্টা অভিযোগ, বিরোধীরা ‘বিশৃঙ্খলা’ পাকাতে চাইছে। প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, সন্তোষ পাঠক প্রমুখও ছিলেন প্রতিনিধিদলে।

Advertisement

আহতেরা অভিযোগ করেন, তাঁদের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে অথচ হামলাকারীরা ঘুরে বেড়াচ্ছে। পরে শ্যামপুর থানায় গিয়ে ওসি-কে বিরোধী নেতা মান্নান বলেন, এ ভাবেই ‘মিথ্যা মামলা’য় ফাঁসানো হলে বাম-কংগ্রেস কর্মীদের নিয়ে থানা অবরোধে তাঁরা বাধ্য হবেন। সুজনবাবু পুলিশকে হুঁশিয়ারির সুরে বলেন, তাঁদের ফের শ্যামপুরে আসতে হবে, এমন কোনও পদক্ষেপ যাতে না হয়। পুলিশের তরফে বলা হয়েছে, মামলার বিষয়টি খতিয়ে দেখা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement