পার্শ্ব শিক্ষকদের নিয়ে বিধানসভায় দৃষ্টি আকর্ষণ বাম-কংগ্রেসের

পার্শ্ব শিক্ষকদের লাগাতার অনশন-অবস্থান নিয়ে রাজ্য সরকারের বিবৃতি দাবি করে বাম এবং কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯ ০১:৩২
Share:

—ফাইল চিত্র।

সোমবার বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে পার্শ্ব শিক্ষকদের আন্দোলন নিয়ে দৃষ্টি আকর্ষণ করে বাম এবং কংগ্রেস। পার্শ্ব শিক্ষকদের লাগাতার অনশন-অবস্থান নিয়ে রাজ্য সরকারের বিবৃতি দাবি করে তারা।

Advertisement

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেই সময় সভায় থাকলেও তাদের ওই দৃষ্টি আকর্ষণের কোনও জবাব দেননি। প্রতিবাদে বাম এবং কংগ্রেস বিধায়করা সভায় হইচই করেন। তখন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এটা দৃষ্টি আকর্ষণের মতো বিষয় নয়। পরে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বিধানসভার মিডিয়া কর্নারে বলেন, ‘‘পার্শ্ব শিক্ষকদের আন্দোলন নিয়ে দৃষ্টি আকর্ষণে সরকার একটা বিবৃতি দেওয়ার সাহস দেখাতে পারল না! মন্ত্রী চুপ করে থাকলেন! সরকার এই ভাবে চুপ করে থাকলে সভা চালাতে দেব না। এর পর পার্শ্ব শিক্ষকদের বিষয়ে মুলতবি প্রস্তাব পেশ করা হবে।’’ কংগ্রেসের সচেতক মনোজ চক্রবর্তী বলেন, ‘‘সরকার খেলা, মেলা, ক্লাবে মুড়ি-মুড়কির মতো টাকা খরচ করছে। কিন্তু পার্শ্ব শিক্ষকদের বিষয়ে সমাধান খুঁজছে না। সরকারের উচিত নমনীয় হয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন