Pahalgam Terrorist Attack

‘মেরুকরণ’, সরব বামেরা

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বাহিনীর পরাজয় এবং সোভিয়েত ইউনিয়ন-সহ মিত্রশক্তির জয়ের ৮০ বছর উপলক্ষে মঙ্গলবার আয়োজিত একটি আলোচনাসভা থেকে এই বিষয়ে সরব হয়েছেন নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ০৮:০২
Share:

ফ্যাসিবাদী শক্তি বিরোধী আলোচনাসভা। ইউনিভার্সিটি ইনস্টিটিউইট হলে। —নিজস্ব চিত্র।

পহেলগামের ঘটনাকে কেন্দ্র করে ‘ঘৃণা ও মেরুকরণের রাজনীতি’ ছড়িয়ে দিয়ে এবং যুদ্ধ জিগির তুলে আগামী দিনে বিভিন্ন রাজ্যে হতে চলা ভোট বৈতরণি পার হতে চাইছে বিজেপি ও আরএসএস, এমনই অভিযোগে সরব হলেন বিভিন্ন বাম দলের নেতৃত্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বাহিনীর পরাজয় এবং সোভিয়েত ইউনিয়ন-সহ মিত্রশক্তির জয়ের ৮০ বছর উপলক্ষে মঙ্গলবার আয়োজিত একটি আলোচনাসভা থেকে এই বিষয়ে সরব হয়েছেন নেতৃত্ব। কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে ‘সাম্প্রদায়িকতা, যুদ্ধ ও যুদ্ধ উন্মাদনার রাজনীতি এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম’ নামে ওই সভার আয়োজন করেছিল ‘অল ইন্ডিয়া অ্যান্টি ইম্পিরিয়ালিস্ট ফোরাম’। যোগ দিয়েছিলেন সিপিআইয়ের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সিপিএমের অঞ্জন বেরা, এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, আরএসপি-র অশোক ঘোষ, সিপিআই (এম-এল) লিবারেশেনর অতনু চক্রবর্তী-সহ বিভিন্ন দলের নেতৃত্ব। তাঁদের সকলেরই বক্তব্য, দেশের জনজীবনের মৌলিক সমস্যাগুলিকে আড়াল করে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকার। দেশ জুড়ে এই রাজনীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন নেতৃত্ব। সংগ্রামের রণকৌশল ঠিক করারও দাবি জানিয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন