CPM

আগ্রাসন মোকাবিলায় মুক্ত চিন্তার ডাক বই-মঞ্চে

বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। দীনেশ মজুমদার ভবনে এ দিন এসএফআইয়ের মুখপত্রের শারদ-সংখ্যার উদ্বোধন করেছেন বিমানবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ০৪:৪৭
Share:

ছাত্র সংগঠন এসএফআইয়ের মুখপত্রের শারদ-সংখ্যার উদ্বোধনে বিমান বসু। —নিজস্ব চিত্র।

ধর্মীয় উগ্রতা এবং ফ্যাসিবাদী আক্রমণ বেড়ে চলেছে দেশে। দক্ষিণপন্থী শক্তির আগ্রাসনের মোকাবিলায় মুক্ত চিন্তা এবং পড়াশোনার গুরুত্বের কথাই উঠে আসছে বামপন্থী নেতাদের মুখে। পুজোর সময়ে বিভিন্ন পত্রিকার উৎসব সংখ্যা বা পুস্তক বিপণির উদ্বোধনের মঞ্চে দক্ষিণপন্থী শক্তির নজর ঘুরিয়ে দেওয়ার কৌশলে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিচ্ছেন বাম নেতৃত্ব। বলছেন চিন্তাকে ধারালো করার কথা। শ্রমিক ভবনে বুধবার ‘সাম্প্রদায়িকতা, হিন্দুত্ব ও আরএসএসের বিপদ’ শীর্ষক সঙ্কলন প্রকাশ করতে গিয়ে সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্.কান্ত মিশ্র যেমন বলেছেন, ‘‘চার দিকে মাথা চাড়া দিয়েছে সাম্প্রদায়িকতা। সরকারের কোনও ধর্ম হয় না। কিন্তু কার্যত তা-ই হচ্ছে। হিন্দুত্ব কায়েমের চেষ্টায় মানুষ অসহায় বোধ করছেন। মানুষকে ঐক্যবদ্ধ হতে দেওয়া হচ্ছে না, তাদের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দেশে দেশে যুদ্ধ বাধিয়ে দেওয়া চলছে, যা উগ্র দক্ষিণপন্থার বৈশিষ্ট্য।’’ এই প্রবণতার বিরুদ্ধে লড়াইয়ের কথা সূর্যকান্তের সুরেই বলেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। দীনেশ মজুমদার ভবনে এ দিন এসএফআইয়ের মুখপত্রের শারদ-সংখ্যার উদ্বোধন করেছেন বিমানবাবু। সন্ধ্যায় তিনি ছিলেন যাদবপুরে মার্ক্সীয় সাহিত্যের বিপণির উদ্বোধনে। সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের মুখপত্রের শারদ-সংখ্যার উদ্বোধন হয়েছে মৃত ছাত্র-নেতা আনিস খানের পরিবারের হাতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন