Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমবায় ভোটে জয়ী বামেরা, ৫৮টির মধ্যে ৫১ আসনে জয়

২০১৬ সালে শেষ বার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মীদের সমবায়ের ভোট হয়েছিল। সে বার জয়ী হয়েছিল বামেরা। ২০২১ সালে এর মেয়াদ শেষ হলেও ভোট হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২০
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। — ফাইল চিত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মীদের সমবায় ভোটে জয় বামেদের। ৫৮টি আসনের মধ্যে ৫১টিতেই জয়ী বামপন্থী সমবায় মঞ্চ। বাকি সাতটি আসনে জয়ী তৃণমূলপন্থী ঐতিহ্য রক্ষা কমিটি।

Advertisement

২০১৬ সালে শেষ বার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মীদের সমবায়ের ভোট হয়েছিল। সে বার জয়ী হয়েছিল বামেরা। ২০২১ সালে এর মেয়াদ শেষ হলেও ভোট হয়নি। তার পর থেকে তিন বছর বিশেষ আধিকারিক নিয়োগ করে চালানো হচ্ছিল সমবায়। বামপন্থীদের অভিযোগ, শেষ ক’বছর তৃণমূলপন্থী বিশেষ আধিকারিক নিয়োগ করা হচ্ছিল। বামপন্থী সমবায় মঞ্চের তরফে পার্থপ্রতিম রায় বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণির মানুষ সমবায়ে তাঁদের জমা করা টাকা রক্ষা করতে এগিয়ে এসেছেন। তাঁরাই আমাদের জয়ী করেছেন।’’ যদিও এই নিয়ে তৃণমূলপন্থী ঐতিহ্যরক্ষা কমিটির সদস্যেরা কোন‌ও মন্তব্য করতে চাননি।

যাদবপুরের এই সমবায়টি সাত দশকের পুরনো। ঋণ দেওয়া থেকে নানা দরকারে অশিক্ষক, শিক্ষক কর্মীরা এই সমবায়ের দ্বারস্থ হন। এই সমবায়ের ভোট নিয়ে শাসকদলের অনুগামী কর্মীদের সংঘাতে জড়ানোর অভিযোগও উঠেছে। তাঁরা ভোটের বিরোধিতা করেছেন বলেও অভিযোগ তুলেছিলেন বামপন্থীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement