George Floyd

মার্কিন দূতাবাসের অদূরে বাম বিক্ষোভ

হো চি মিন সরণিতে মার্কিন দূতাবাসের উল্টো দিকের রাস্তায় শুক্রবার প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিল বামফ্রন্ট ও সহযোগী মিলে ১৭ বাম দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২০ ০২:২৬
Share:

হো চি মিন সরণিতে বামেদের প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পুলিশি হেফাজতে হত্যার প্রতিবাদে এবং আমেরিকায় বর্ণ-বিদ্বেষ বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কলকাতায় মার্কিন বাণিজ্যিক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাল বামেরা। হো চি মিন সরণিতে ওই দূতাবাসের উল্টো দিকের রাস্তায় শুক্রবার প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিল বামফ্রন্ট ও সহযোগী মিলে ১৭ বাম দল। কয়েক দিন আগে মার্কিন তথ্যকেন্দ্রের দিকে মিছিল নিয়ে যাওয়ার আগেই বাম শ্রমিক, যুব ও মহিলা ফ্রন্টের নেতা-নেত্রীদের গ্রেফতার করেছিল পুলিশ। তবে বিমান বসু, সূর্যকান্ত মিশ্রদের এ দিন অবশ্য হো চি মিন সরণিতে যেতে দেওয়া হয়েছিল। বিক্ষোভ-জমায়েতে সূর্যবাবু বলেন, ‘‘শুধু আমেরিকায় বর্ণবিদ্বেষের প্রতিবাদ হচ্ছে, তা-ই নয়। মানুষের সমস্যা থেকে নজর ঘোরাতে এ দেশেও ধর্ম-জাতপাতের নামে বিভাজনের চেষ্টা চলছে। সব ধরনের বৈষম্যের বিরুদ্ধেই আমাদের লড়াই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন