CPM

রেলে নিয়োগ চাই, পথে বাম ছাত্র-যুব

বামেদের বক্তব্য, দেশ জুড়ে কর্মসংস্থানের ছবি যখন ভয়াবহ, তখন পরিসংখ্যান অনুযায়ী শুধু রেলেই শূন্য পদ রয়েছে দু’লক্ষ ৩৭ হাজার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২২ ২২:৪৯
Share:

পুর্ব রেলের দফতরের সামনে বাম ছাত্র এবং যুবদের অবস্থান বিক্ষোভ নিজস্ব চিত্র।

রেলের বিভিন্ন পদ তুলে দেওয়ার প্রতিবাদে এবং শূন্য পদে নিয়োগের দাবিতে পথে নামল বাম ছাত্র ও যুব সংগঠনগুলি। ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের দফতরের সামনে শুক্রবার অবস্থান-বিক্ষোভে শামিল হয়েছিল তারা। বামেদের বক্তব্য, দেশ জুড়ে কর্মসংস্থানের ছবি যখন ভয়াবহ, তখন পরিসংখ্যান অনুযায়ী শুধু রেলেই শূন্য পদ রয়েছে দু’লক্ষ ৩৭ হাজার। রেল ইতিমধ্যে অবলুপ্ত করেছে প্রায় ৯২ হাজার পদ। পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের দফতরে দাবিপত্রও দিয়েছেন বাম ছাত্র ও যুব নেতারা। অন্য দিকে, লক ডাউনের সময়ে যে সব গৃহসহায়িকা কাজ হারিয়েছেন, তাঁদের পরিবারের জন্য মাসিক ৫০০০ টাকা সহায়তা এবং সব গৃহসহায়িকার পরিবারকে ১০ কেজি চাল বা গম দেওয়া-সহ বিভিন্ন দাবিতে এ দিনই রাজ্যের নানা জায়গায় পথে নেমেছিল সিটু অনুমোদিত ‘পশ্চিমবঙ্গ গৃহসহায়িকা ইউনিয়ন’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement