Coochbihar

Leopard in Cooch Bihar: বাড়ির শৌচাগারের সামনে হাজির চিতাবাঘ! জারি হল ১৪৪ ধারা, হুলস্থুল কোচবিহারে

হুলুস্থুল কাণ্ড কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ড এলাকায়। চিতাবাঘের উপস্থিতির কথা ছড়িয়ে পড়তেই ভিড় জমে গিয়েছে জনৈক মনোজবাবুর বাড়ির সামনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ০৯:৫৩
Share:

বাড়ির সামনে চিতাবাঘ! নিজস্ব চিত্র।

ঘুমচোখে শৌচাগারের দিকে এগচ্ছিলেন। কিন্তু সামনে ওটা কী? চিতাবাঘের আতঙ্কে ঘুম ছুটল মনোজবাবুর। বৃহস্পতিবার সকালবেলা হুলস্থুল কাণ্ড কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায়। চিতাবাঘের উপস্থিতির কথা ছড়িয়ে পড়তেই ভিড় জমে গিয়েছে জনৈক মনোজ সরকারের বাড়ির সামনে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মনোজবাবুর বাড়ির শৌচাগারের সামনে একটি চিতাবাঘ দেখতে পাওয়া যায়। এই খবরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়। খবর পেয়ে আসেন বন দফতরের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশও। তবে এত সংখ্যক কৌতুহলী মানুষকে সামলাতে হিমশিম খায় পুলিশ। কেউ কেউ চিতাবাঘ দেখতে পাঁচিল ডিঙিয়ে ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে ওই জায়গায় ১৪৪ ধারা জারি হয়।

ইতিমধ্যেই চিতাবাঘটিকে চিহ্নিত করা গিয়েছে বলে বন দফতর সূত্রে খবর। চিতাটিকে বাগে আনতে বেগ পতে হয় বন দফতরের কর্মীদের। মনোজবাবুর বাড়ির ভিতরেই শুরু হয় জাল পাতার কাজ। কয়েক ঘণ্টার চেষ্টায় অবশেষে চিতাবাঘটিকে বন্দি করেন বন দফতরের কর্মীরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন