SUCI

সুরক্ষা প্রকল্পের জন্য আবেদন

৬২টি ক্ষেত্রের শ্রমিকেরা গত জুলাই মাস থেকে অনলাইন ও অফলাইনে আবেদনপত্র জমা দিতে পারছেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ০২:৪৭
Share:

প্রতীকী ছবি।

অসংগঠিত শ্রমিকদের রাজ্য ও কেন্দ্রীয় সরকারি সুরক্ষা প্রকল্পগুলিতে অনলাইন ও অফলাইনে আবেদনপত্র জমা নেওয়া এবং আর্থিক সুবিধা দেওয়া চালু করার জন্য আবেদন জানাল এসইউসি। তাদের অভিযোগ, নির্মাণকর্মী, পরিবহণ শ্রমিক, বিড়ি শ্রমিক, হকার-সহ ৬২টি ক্ষেত্রের শ্রমিকেরা গত জুলাই মাস থেকে অনলাইন ও অফলাইনে আবেদনপত্র জমা দিতে পারছেন না। যাঁদের নাম নথিভুক্ত হয়ে আছে, তাঁরাও সন্তানের শিক্ষা, পরিবারের চিকিৎসা বা কাজ হারানোর জন্য প্রাপ্য টাকা পেতে আবেদন করতে পারছেন না। এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য সোমবার বলেন, ‘‘সরকারি প্রকল্পগুলির তহবিল অনেক ক্ষেত্রেই জনসাধারণের দেওয়া সেসের টাকায় গঠিত হয়েছে। অথচ লকডাউন ও তজ্জনিত কাজ হারানোর ফলে অসহায় শ্রমিকদের যখন এই সুবিধা পাওয়া জরুরি, তখনই সরকারি ঔদাসীন্যের জন্য তাঁরা বঞ্চিত হচ্ছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন