Dipankar Bhattacharya

বিহারের ‘আশঙ্কা’ বাংলাতেও: দীপঙ্কর

দীপঙ্করের বক্তব্য, “এটা বাংলা-সহ গোটা দেশেই হবে। এর ফলে পশ্চিমবঙ্গের নতুন প্রজন্ম, পরিযায়ী শ্রমিক, মহিলারা বিশেষ করে সমস্যায় পড়বেন।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ০৯:১৭
Share:

কলকাতা প্রেস ক্লাবে সিপিআই (এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ও অন্যান্য নেতৃত্ব। —নিজস্ব চিত্র।

বিহারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনের (এসআইআর) যে নির্দেশ দেওয়া হয়েছে, তা গোটা দেশেই করা হবে বলে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জানিয়েছে নির্বাচন কমিশন। এই প্রেক্ষিতে বিহারের ‘অভিজ্ঞতা’র সূত্রে বাংলাতেও গণতান্ত্রিক অধিকারের উপরে আঘাত নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল সিপিআই (এম-এল) লিবারেশন। দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে বলেছেন, “এসআইআর আসলে ভোটবন্দি। এটা ভোটার তালিকা সংক্রান্ত দেশের আইনের পরিপন্থী। সংবিধান অনুসারে সবার ভোটাধিকার রয়েছে। এখন সেটাই বাছাই করে দেওয়ার চেষ্টা চলছে। এর ফলে দেশে ক্ষমতাসম্পন্ন আর অধিকারহীন, দেশে দুই শ্রেণির মানুষ তৈরি হবে।” লিবারেশনের হিসাবে, কমিশনের নতুন নির্দেশ মানতে হলে, বিহারে ৫ কোটি মানুষকে এক মাসের মধ্যে দেশের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আর সেই প্রমাণের জন্য যে-যে শংসাপত্র চাওয়া হচ্ছে, সেগুলি বেশির ভাগ মানুষের কাছেই নেই। ফলে, কয়েক কোটি মানুষ ভোটাধিকার হারাতে পারেন। দীপঙ্করের বক্তব্য, “এটা বাংলা-সহ গোটা দেশেই হবে। এর ফলে পশ্চিমবঙ্গের নতুন প্রজন্ম, পরিযায়ী শ্রমিক, মহিলারা বিশেষ করে সমস্যায় পড়বেন।” দীপঙ্করের সঙ্গেই এ দিন বিষয়গুলি নিয়ে সরব হয়েছিলেন লিবারেশনের পলিটব্যুরো সদস্য কার্তিক পাল, রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার-সহ অন্যেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন