Rain

বর্ষা দেরিতে ঢুকলেও, বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে

আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। রবিবার দুই ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০১৯ ১৯:০৬
Share:

প্রতীকী ছবি।

দেরিতে হলেও, অবশেষে কেরলে বর্ষার আগমন ঘটেছে। এ বার বাংলায় কবে বর্ষা ঢুকবে, সে দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যবাসী। আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছেন, ৭ থেকে ১০ দিনের মধ্যে রাজ্যে বর্ষার আগমন ঘটতে চলেছে। তবে এই ক’দিনে তাপমাত্রা বৃদ্ধির খুব একটা সম্ভাবনা নেই। কারণ, প্রাক্ বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। রবিবার দুই ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আগামী কয়েক দিন ৩৪ ডিগ্রির আশপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা। জেলাতেও গরম কমে গিয়েছে। নতুন করে আর্দ্রতাজনিত অস্বস্তি নেই।

Advertisement

আরও পড়ুন: পুলিশ-বিজেপি সংঘর্ষে দক্ষিণ দিনাজপুরে হুলস্থুল, চলল লাঠি-গুলি-ইট

আরও পড়ুন: মেজর বার্টনের ‘অতৃপ্ত আত্মা’ নাকি হেঁটে বেড়ায় রাজস্থানের এই হোটেলে!

সাধারণত ১ জুন কেরলে বর্ষা ঢোকার কথা। এ রাজ্যে ৯ জুন। কিন্তু নির্দিষ্ট সময়ের থেকে পিছিয়ে গিয়ে কেরলে বর্ষা ঢুকল ৮ তারিখ। এক সপ্তাহ দেরি। ফলে স্বাভাবিক ভাবে এ রাজ্যেও বর্ষার আগমন দেরিতেই হবে। তবে এখনও আলিপুর আবহাওয়া দফতর নির্দিষ্ট করে বলতে পারছে না, ঠিক কবে এ রাজ্যে বর্ষা আসবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন