West Bengal Weather Update

সপ্তাহান্তে পুজোর কেনাকাটা কি পণ্ড করবে বৃষ্টি? কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে কী পূর্বাভাস

আগামী সোম এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৯
Share:

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টির পরিমাণ। — ফাইল চিত্র।

বিক্ষিপ্ত বৃষ্টি এবং ভ্যাপসা গরম— গত কয়েক দিন হাত ধরাধরি করে চলছে দক্ষিণবঙ্গে। নিম্নচাপ অঞ্চল সরে যেতে দুর্যোগ কিছুটা কমেছে। কিন্তু বৃষ্টি থামেনি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসীর প্রশ্ন, মাসের প্রথম সপ্তাহান্তে কেনাকাটা কি পণ্ড করে দেবে বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতর বলছে, শনি এবং রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস রয়েছে।

Advertisement

আলিপুর আবহওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবে প্রচুর জলীয় বাষ্পে ঢুকছে রাজ্যে। তাই বৃষ্টি এখনই থামছে না। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে গরম ও অস্বস্তিও বৃদ্ধি পাবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কমতে পারে সপ্তাহান্তে।

শনি এবং রবিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সর্বত্র বৃষ্টি হবে না। ওই দু’দিন কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ফলে সপ্তাহান্তে পুজোর কেনাকাটায় খুব একটা সমস্যা তৈরি হবে না বলেই মনে করা হচ্ছে। আগামী সোম এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ভাবে। জেলার সর্বত্রও বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisement

উত্তরবঙ্গে সপ্তাহান্তে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। দু’দিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সমতলের জেলাগুলিতে। ভারী বৃষ্টি চলবে পাহাড়ের কাছাকাছি জেলাগুলিতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবারও এই জেলাগুলিতে সতর্কতা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়া বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে চলবে ভারী বৃষ্টি। বাকি জেলায় সতর্কতা না থাকলেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement