Lightning

বাজ পড়ে পাটবোঝাই লরিতে আগুন

বাজ পড়ে পাটবোঝাই লরিতে বিধ্বংসী আগুন। ঘটনাটি মুর্শিদাবাদের সুতি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। উত্তরবঙ্গ থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল লরিটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ২২:০০
Share:

দাউ দাউ করে জ্বলছে লরি। নিজস্ব চিত্র।

বাজ পড়ে পাটবোঝাই লরিতে বিধ্বংসী আগুন। ঘটনাটি মুর্শিদাবাদের সুতি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। উত্তরবঙ্গ থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল লরিটি। রবিবার সন্ধ্যা থেকেই ঝোড়ো হাওয়া বইছিল। মুষলধারে বৃষ্টিও হতে শুরু করে। সন্ধ্যা ৬টা নাগাদ লরিটি যখন ধলো মোড়ের কাছাকাছি, সেই সময় হঠাৎ লরিটির উপর বাজ পড়ে। লরিটিতে যেহেতু পাটবোঝাই ছিল। সেই কারণে মুহূ্র্তের মধ্যে লরিটি দাউ দাউ করে জ্বলতে থাকে। এ দিকে তুমুল বৃষ্টি চলছে। তারই মধ্যে জ্বলছে লরি। ভয়ে পালিয়ে যান লরির চালক এবং খালাসি। খবর যায় সুতি থানায় এরপর রাত আটটা নাগাদ দমকল এসে আগুন নেভায়।

Advertisement

আরও পড়ুন: একটুর জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু

পূর্বাভাস ছিলই। রবিবার সন্ধে হতেই স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজ্যের বিভিন্ন জেলা। কোথাও মুষলধারে, আবার কোথাও ঝিরঝিরে। গোটা দিন ভ্যাপসা গরমে শহরবাসী নাজেহাল হলেও রাতে স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতাও।

Advertisement

আরও স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন