Politics

কাঁচরাপাড়ার কাঁচরা বাবু গিয়েছেন, দল বেঁচেছে: পাল্টা পার্থর

মুকুল রায়ের সাংবাদিক বৈঠকের পরে তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের। মুকুল রায় তৃণমূলের বিরুদ্ধে যে সব অভিযোগ তুলেছেন, তার জবাব দিতে সাংবাদিক বৈঠক করলেন পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৭ ১৬:৫৯
Share:

মুকুল রায়ের সাংবাদিক বৈঠকের পরে তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের।

Advertisement

মুকুল রায় তৃণমূলের বিরুদ্ধে যে সব অভিযোগ তুলেছেন, তার জবাব দিতে সাংবাদিক বৈঠক করলেন পার্থ চট্টোপাধ্যায়:

Advertisement

• মুকুল রায় জমিদার, উনি দলে জমিদারি চালাতেন।

• আমাদের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায়। রোল মডেল করতে হলে একজনকে সামনে রাখতে হয়।

• কে চিনত মুকুল রায়কে? আজ খাতাপত্র নিয়ে বসেছেন।

• আমাদের দলে কেউ চাকর নন, সবাই সহকর্মী।

• মুকুল রায়কে আরএসএস-এর সঙ্গে যোগাযোগ করার কোনও নির্দেশ দেওয়া হয়নি। তিনি সর্বৈব মিথ্যা বলছেন।

আরও পড়ুন:

মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, কিন্তু আমরা চাকর নই: বিস্ফোরক মুকুল রায়

সাংসদ পদে ইস্তফা দিলেন মুকুল, সাংবাদিক বৈঠকের আগে জোর জল্পনা দিল্লিতে

• দলকে না জানিয়েই তিনি তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ করা শুরু করেছিলেন। দল তাঁকে কাজ করার সুযোগ দিয়েছিল, কিন্তু তিনি তা করেননি।

• দলের বিরুদ্ধে কাঁচরাপাড়ার কাঁচা ছেলে যে সব কথাগুলো বলছেন, তাতে দলের কিছু যায় আসে না।

• কাঁচরাপাড়ার কাঁচা ছেলের হাত থেকে দল বাঁচল। এ বার একটু শান্তিতে ঘুমাতে পারব।

• দল ছাড়ার আসল কারণটা তিনি ব্যাখ্যা করেননি। যে দিন থেকে সিবিআই জেরা করা শুরু করল, সে দিন থেকেই তিনি তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ করা শুরু করেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন