West Bengal News

বিপর্যস্ত রেল, স্তব্ধ শিয়ালদহ দক্ষিণ, সব শাখাতেই ব্যাহত ট্রেন চলাচল

সকাল থেকেই বন্‌ধ সমর্থকদের অবরোধের  জেরে ব্যাহত ট্রেন চলাচল। হাওড়া, শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি ব্যহত। ভোর থেকে রেললাইনে কলাপাতা ফেলে অবরোধ শুরু করেন সমর্থকরা।

Advertisement
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৮:১৮
Share:

মেচেদা স্টেশনে বন্‌ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। —নিজস্ব চিত্র

সকাল থেকেই বন্‌ধ সমর্থকদের অবরোধের জেরে কার্যত বিপর্যস্ত রেল পরিষেবা। হাওড়া, শিয়ালদহের বিভিন্ন শাখায় চলছে অবরোধ। ভোর থেকেই বিভিন্ন জায়গায় রেললাইনে কলাপাতা ফেলে অবরোধ শুরুু করেন বিজেপি কর্মী সমর্থকরা।

Advertisement

কোন্নগরে রেল অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। এর ফলে হাওড়া-বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে -পড়ে বহু দূরপাল্লার ট্রেন। আটকে যায় বহু লোকাল ট্রেনও। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

ইসলামপুরে স্কুলে শিক্ষক নিয়োগকে ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দেয় বিজেপি। সকাল থেকেই বন্‌ধের সমর্থনে পথে নেমেছেন বিজেপি কর্মী সমর্থকরা।

Advertisement

লক্ষ্মীকান্তপুর শাখা: ভোর চারটে থেকেই লক্ষ্মীকান্তপুর শাখার গোচরণ স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলে অবরোধ শুরু করেন বন্‌ধ সমর্থকরা। একই ভাবে ভোর সাড়ে চারটে নাগাদ কলাপাতা ফেলে মাধবপুর ও লক্ষ্মীকান্তপুর স্টেশনের মাঝে রেললাইনে পিকেটিং শুরু করেন বিজেপি সমর্থকরা। দক্ষিণ বারাসত স্টেশনে লাইনের উপর রেলের স্লিপার ফেরে অবরোদ। তার জেরে লক্ষ্মীকান্তপুর শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধু।

মধ্যমগ্রাম স্টেশনে রেল অবরোধ বিজেপি সমর্থকদের। —নিজস্ব চিত্র।

আরও পড়ুন: লাইভ: হাওড়া ময়দানের কাছে সরকারি বাসে ভাঙচুর

আরও পড়ুন: লাইভ: বন্‌ধের সকালে স্বাভাবিক কলকাতা, জেলায় বিক্ষিপ্ত অশান্তি

ক্যানিং শাখা: ভোর ৩.৫৫ মিনিটে বেতবেড়িয়া, তালদি ও ক্যানিং স্টেশনে অবরোধ। বন্ধ ট্রেন চলাচল।

কৃষ্ণনগর-শান্তিপুর লাইন: শান্তিপুর ও ফুলিয়া স্টেশনের মাঝে অবরোধ।

বারাসত লাইন: ঠাকুরনগর (৬.৪০), মধ্যমগ্রামে (৬.৩৫), অশোকনগর (৬.২৫) ও গুমা (৬.৪০) স্টেশনে সকাল থেকেই অবরোধে বন্‌ধ সমর্থকরা। তার জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে বহু লোকাল ট্রেন।

শিয়ালদহ মেন লাইন: কাঁকিনাড়া ও জগদ্দল স্টেশনের মাঝে অবরোধ শুরু সকাল ছ’টা থেকে। ব্যাহত ট্রেন চলাচল।

বর্ধমান মেন লাইন: কোন্নগর স্টেশনে সকাল থেকে অবরোধ শুরু করেছেন বিজেপি সমর্থকরা। ট্রেন চলাচল কার্যত থমকে। ভোগান্তিতে নিত্যযাত্রীরা।

অন্যত্র : দফায় দফায় রেল অবরোধ মালদহ, বর্ধমান সহ নানান জেলায়। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন স্টেশনেও রেল অবরোধেরও খবর পাওয়া গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement