State news

সকালে যাদবপুরে উত্তেজনা, বিভিন্ন স্টেশনে অবরোধ, দুপুরে স্বাভাবিক জনজীবন

বাস ভাঙচুর হয়েছে। ট্রেন অবরোধ করা হয়েছে। এমনকী মেট্রো স্টেশনে ঢুকেও বিক্ষোভ দেখান সমর্থকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৯ ০৫:৪৮
Share:

মঙ্গলবারের পর বুধবারও যাদবপুরে গ্রেফতার সুজন চক্রবর্তী। ছবি: টুইটার থেকে নেওয়া

ধর্মঘটের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও সকালটা শুরু হল বিক্ষিপ্ত রেল অবরোধ, বাস ভাঙচুর, পথ অবরোধ দিয়ে। তবে বুধবার সকাল থেকেই প্রশাসন সক্রিয় থাকায় মোটামুটি স্বাভাবিক রয়েছে রাজ্যের জনজীবন।

Advertisement

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সাধারণ ধর্মঘটের প্রথম দিনে কলকাতা-সহ রাজ্য জুড়েই পথে ছিলেন বাম নেতা-কর্মীরা। মঙ্গলবার সিপিএমের প্রথম সারির বেশ কিছু নেতাকে গ্রেফতার করে হাজতে পোরে পুলিশ। মোটের উপর স্বাভাবিক ছিল জনজীবন। তবে জেলায় জেলায় বিক্ষিপ্ত গন্ডগোল হয়েছে। বাস ভাঙচুর হয়েছে। ট্রেন অবরোধ করা হয়েছে। এমনকি মেট্রো স্টেশনে ঢুকেও বিক্ষোভ দেখান সমর্থকেরা।

ট্রেড ইউনিয়নগুলির ডাকা এই সাধারণ ধর্মঘট দু’দিনের। তাই বুধবারও রাজ্য জুড়ে বন‌্ধ পালন করছেন তাঁরা। ধর্মঘট করতে নামলে বামেদের ‘উত্তম-মধ্যম’ দেওয়া হবে বলে ইতিমধ্যেই হুমকি দিয়ে রেখেছেন রাজ্যের এক মন্ত্রী। বামেরা আবার পাল্টা মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ এবং প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলেছে।

Advertisement

এ সবের জেরেই দু’দিনের ধর্মঘটকে ঘিরে তুঙ্গে উঠল বাম এবং তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের স্নায়ুর লড়াই।

১০.০০ হাবড়া স্টেশনের কাছে রেললাইনে পাঁচটি বোমা উদ্ধার।

৯.৩০ কোচবিহার শহরে বাস ভাঙচুর ধর্মঘট সমর্থকদের।

৯.১৫ হাওড়া-কাটোয়া শাখায় ভান্ডারটিকুরিতে রেল অবরোধ।

৯.০০ যাদবপুর ৮বি-তে আটক সুজন চক্রবর্তী সহ কয়েকজন বামকর্মী সমর্থক।

৮.৪৫ বামেদের মিছিল আটকানোয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম নেতাদের।

৮.৩০ যাদবপুর এইট বি-তে সুজন চক্রবর্তীর নেতৃত্বে বামেদের মিছিল ঘিরে রণক্ষেত্র চেহারা।

৮.৩০ ধর্মঘট উঠে গেল শিয়ালদহ-রানাঘাট শাখায় শিমুরালি স্টেশনে।

৮.১৫ শিমুরালি স্টেশনে ধর্মঘট সমর্থনকারীদের উপর হামলার অভিযোগ।

৮.১০ কোচবিহার শহরে টোটো ভাঙচুর ধর্মঘট সমর্থকদের। সিমেন্টের স্ল্যাব ফেলে অবরোধ বাসুলডাঙায়।

৮.০০ ব্যান্ডেল-কাটোয়া শাখায় ব্যাহত ট্রেন চলাচল।

৮.০০ হাওড়ার দাসনগরে বাস ভাঙচুর। আহত দুই স্কুলপড়ুয়া।

৮.০০ রানাঘাট শাখার শিমুরালি স্টেশনে অবরোধ।

৮.০০ শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে বাস চলাচল অন্য দিনের তুলনায় কম নজরে আসছে।

৭.৩০ বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই ধর্মতলা চত্বরে বাড়ছে ভিড়। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।

৭.৩০ হাওড়ার বিভিন্ন শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক।

৭.২৫ বর্ধমান মেন শাখায় নিমো স্টেশনে অবরোধ।

৭.২০ শিয়ালদহ দক্ষিণ শাখায় বেশ কিছু জায়গায় ওভারহেড তারে কলাপাতা পড়ে থাকায় ট্রেন চলাচল ব্যাহত। তবে যত দ্রুত সম্ভব কলাপাতা সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

৭.০০ জগদ্দল, কাঁকিনাড়ায় বেশির ভাগ জুটমিল বন্ধ।

৭.০০ ব্যারাকপুর শিল্পাঞ্চলে ধর্মঘটের ব্যাপক প্রভাব।

৬.৪৫ গড়িয়া মোড়ে কড়া পুলিশ প্রহরা। বন‌্ধের কোনও প্রভাব এখনও পর্যন্ত নেই যদিও।

৬.৩০ শ্যামবাজার মোড়ে টহলে নজরদারি সিনিয়র অফিসারদের।

৬.৩০ এসপ্ল্যানেড মোড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

৬.১৫ লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায়, ডায়মন্ড হারবার শাখায় ট্রেন চলাচল ব্যাহত।

৬.০০ যাদবপুর ৮বি মোড়ে অসংখ্য পুলিশ মোতায়েন রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন