Abhijit Ganguly joins BJP

দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই করব, বিজেপিতে যোগদান করে মন্তব্য করলেন অভিজিৎ

বিজেপির সল্টলেকের অফিসে পদ্ম শিবিরে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি যে বিজেপিতে যোগ দেবেন, সে কথা হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই ঘোষণা করেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৪ ১২:০৮
Share:

হাতে বিজেপির পতাকা তুলে নিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৪ ১৩:১৫ key status

অভিজিতের বিজেপিতে যোগদানের পর পোস্ট তৃণমূলের

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদানের পরেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করল তৃণমূল। শাসকদলের পোস্ট করা ছবিতে লেখা ‘মাই লর্ড’। যেখানে ইংরেজি বর্ণমালার ‘ও’ অক্ষরের পরিবর্তে একটি পদ্ম ফুলের ছবি আঁকা রয়েছে। সঙ্গে লেখা, ‘যারা জানে, তারাই বুঝবে’।

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৪ ১২:৪৯ key status

বিজেপিতে যোগ দিয়ে কী বললেন অভিজিৎ?

পদ্মশিবিরে যোগ দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমি সর্বভারতীয় দলে যোগ দিলাম। এমন একটি দল যার মাথায় নরেন্দ্র মোদী-অমিত শাহরা রয়েছেন। আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসাবে কাজ করতে চাই। আজ আর বিশেষ কিছু বলার নেই। আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের একটি দুর্নীতিগ্রস্ত দলের বিদায় দেওয়া। যাতে ২০২৬ সালে আর তারা ক্ষমতায় আসতে না পারে। এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই যাতে শুরু করা যায়, তার জন্যই বিজেপিতে যোগ দিয়েছি। আমাকে যা দায়িত্ব দেওয়া হবে, তা পালন করব।’’

Advertisement
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৪ ১২:৪২ key status

বিজেপির শক্তি বৃদ্ধি হল: মঙ্গল পাণ্ডে

রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে বলেন, ‘‘তাপস রায় বিজেপিতে যোগ দিয়েছেন। আজ যোগ দিলেন অভিজিৎ। আবার বিজেপির শক্তি বৃদ্ধি হল। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে প্রাক্তন বিচারপতিকে স্বাগত জানাচ্ছি।’’

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৪ ১২:৩৯ key status

রাজ্যের রাজনীতিতে এ রকম এক জনের প্রয়োজন ছিল: শুভেন্দু

অভিজিতের বিজেপিতে যোগদান কর্মসূচির মঞ্চে রয়েছেন সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পাল। সুকান্ত বলেন, ‘‘এক জন বিশিষ্ট ব্যক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি পরিবারে যোগ দিতে চলেছেন। আগামী দিনে বিজেপি তাঁকে নির্বাচনে এবং অন্যান্য জায়গায় ব্যবহার করবেন।’’

শুভেন্দু বলেন, ‘‘আমি এটুকুই বলব যে রাজ্যের রাজনীতিতে এ রকম এক জনের প্রয়োজন ছিল। তিনি তাঁর যে লক্ষ্য নিয়ে কাজ করছিলেন, তখন তাঁকে আক্রমণ করা হয়েছে। তাঁর কাজ করার ক্ষমতা কেড়েও নেওয়া হয়েছিল। যোগদানের আগে তিনি অমিত শাহের আশীর্বাদ গ্রহণ করেছেন। রাজ্য থেকে পরিবারবাদী এবং তোষণকারী সরকারকে ফেলতে পারব।’’

Advertising
Advertising
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৪ ১২:২২ key status

বিজেপির সল্টলেকের অফিসে অভিজিৎ

বিজেপির সল্টলেকের অফিসে পৌঁছলেন অভিজিৎ। যোগদান কর্মসূচি আর কিছু ক্ষণেই। শঙ্খধ্বনি এবং পুষ্পবৃষ্টির মাধ্যমে তাঁকে স্বাগত জানালেন বিজেপির কর্মী-সমর্থকেরা। উঠল ‘জয় শ্রীরাম’ ধ্বনিও।

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৪ ১২:১৪ key status

খুব ভাল লাগছে: অভিজিৎ

বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ বিজেপিতে যোগ দেবেন অভিজিৎ। ১২টার কিছু পরে বাড়ি থেকে বেরোন অভিজিৎ। তিনি বলেন, ‘‘আমি আজকে বিজেপিতে যোগ দিতে চলেছি। বিজেপি নেতারা এসেছেন। আমার বেরোতে পাঁচ-সাত মিনিট দেরি হয়ে গেল। আমার আজ খুব ভাল লাগছে। সর্বভারতীয় দলে যোগ দিতে যাচ্ছি। আমাকে যা দায়িত্ব দেওয়া হবে, তা করব।’’

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৪ ১১:৪২ key status

অভিজিৎ বিচারপতির পদের অবমাননা করেছেন: শশী পাঁজা

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফের আক্রমণ করল তৃণমূল। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে শশী পাঁজা বলেন, ‘‘তাঁর ঘরে রাজনৈতিক ব্যক্তিত্বদের আসা-যাওয়া ছিল। আজকে পরিষ্কার যে, উনি বিচারপতির আসনে বসে বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। উনি বিচারপতির পদের অবমাননা করেছেন।’’

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৪ ১১:৩৬ key status

অভিজিতের বাড়িতে অগ্নিমিত্রা, সজল

১১টা নাগাদ অভিজিতের সল্টলেকের বাসভবনে এলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। সঙ্গে রয়েছেন বিজেপির নেতা সজল ঘোষ। তাঁরা অভিজিৎকে নিয়ে বিজেপির সল্টলেকের অফিসে যাবেন। সেখানেই তাঁর যোগদান কর্মসূচি হবে।

অগ্নিমিত্রা বলেন, ‘‘আমি অভিজিৎবাবুকে নিতে এসেছি। আমরা ওঁকে সল্টলেকের অফিসে নিয়ে যাব। সেখানে যোগদান কর্মসূচি হবে। এর পর আমাদের একটা দল সন্দেশখালি যাব।’’ সজল বলেন, ‘‘এ রকম এক জন গুরুত্বপূর্ণ মানুষকে আমরা পাব। মানুষের কাছে উনি দেবতার মতো। এতে বিজেপিও সমৃদ্ধ হবে।’’

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৪ ১০:৫৮ key status

রাজ্য রাজনীতিতে অভিজিৎকে নিয়ে আলোচনা-সমালোচনা

উল্লেখ্য, অভিজিৎ পদ্ম পতাকা হাতে নেবেন বলে ঘোষণা করার পর থেকেই তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তাঁকে নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। যে বিচারপতিকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন বামপন্থীরা, সেই অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎকে তীব্র সমালোচনা করেছে সিপিএম।

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৪ ১০:৫৭ key status

বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণার পরেই আক্রমণ তৃণমূলকে

বিজেপিতে যোগদান করবেন, ঘোষণা করার পরেই রাজ্যের শাসকদল তৃণমূলকে বেনজির আক্রমণ করেন অভিজিৎ। তিনি বলেন, ‘‘তৃণমূল একটি দুষ্কৃতীদের দল বলে মনে করি। তৃণমূলকে আমি রাজনৈতিক দল বলেই মনে করি না। তৃণমূল হল একটি আদ্যোপান্ত যাত্রাদল। ওদের যাত্রাপালার নাম হল মা-মাটি-মানুষ।’’ নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তালপাতার সেপাই’ বলেও মন্তব্য করেন। তবে স্বীকার করেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত রাজনীতিবিদ’। 

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৪ ১০:৫৬ key status

অভিজিৎ কি লোকসভার টিকিট পাবেন?

বৃহস্পতিবার তিনি বিজেপিতে যোগদান করবেন। এ কথা আগেই জানিয়েছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর সাংবাদিক সম্মেলন করে অভিজিৎ জানান, বিজেপিতেই আপাতত যোগদান করছেন তিনি। বিজেপি তাঁকে টিকিট দিলে লোকসভা ভোটেও লড়বেন। বিজেপিতে যোগদানের পর লোকসভা ভোটে অভিজিতের টিকিট পাওয়া নিয়ে কোনও ইঙ্গিত মেলে কি না, সে দিকে নজর থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement