Digha Jagannath Temple

দিঘার জগন্নাথ মন্দিরে নিয়োগ বহিরাগতদের? কাজের দাবিতে এ বার গেটের সামনে স্থানীয়দের বিক্ষোভ, উঠল অখিল-আশ্বাসে

বৃহস্পতিবার বেলার দিকে মন্দিরের গেটে দীর্ঘ ক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীদের একাংশ। তাঁদের অভিযোগ, মন্দিরের কাজে স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ১৭:২১
Share:

জগন্নাথ মন্দির। —ফাইল চিত্র।

বিতর্কের আবর্ত থেকে কিছুতেই বার হতে পারছে না দিঘার নবনির্মিত ‘জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্র’! শুরু থেকেই নামের সঙ্গে ‘ধাম’ লেখা নিয়ে বিতর্ক ছিল। অভিযোগ উঠেছিল বিগ্রহের কাঠ ও ভোগ রান্না নিয়েও। মন্দিরের সিঁড়িতে ফাটল দেখা গিয়েছে, সম্প্রতি এই দাবি ঘিরেও বিস্তর চর্চা হয়েছে। এ বার মন্দিরে কাজের দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়েরা।

Advertisement

বৃহস্পতিবার বেলার দিকে মন্দিরের গেটে দীর্ঘ ক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীদের একাংশ। তাঁদের অভিযোগ, মন্দিরের কাজে স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীদের সঙ্গে দ্রুত আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। তার পরেই বিক্ষোভ তুলে নেন স্থানীয়েরা।

সূত্রের খবর, দিঘার জগন্নাথ মন্দিরে নিরাপত্তার কাজের জন্য বেশ কয়েক জন কর্মীকে নিয়োগ করেছেন মন্দির কর্তৃপক্ষ। সেই খবর পেয়েই বৃহস্পতিবার বিক্ষোভ দেখান স্থানীয়েরা। তাঁদের বক্তব্য, দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ হলেও স্থানীয়েরা আর্থিক ভাবে বঞ্চিত। অথচ বহিরাগতদের এনে মন্দিরের কাজে নিয়োগ করা হচ্ছে। এর সুরাহা না হলে আরও বড়সড় আন্দোলনে নামবেন তাঁরা। স্থানীয়দের দাবি, ঠিকাদার সংস্থাগুলিও অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে কাজ করছে।

Advertisement

বিক্ষোভকারীদের অভিযোগ, মন্দির তৈরির জন্য এলাকার বাসিন্দারা জায়গা দিয়েছেন। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, এলাকার মানুষেরা কাজ পাবেন। অথচ এখন বাইরে থেকে লোক এনে কাজে নিয়োগ করা হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা জেলাশাসক এলাকাবাসীদের সঙ্গে বসে সমস্যার সমাধান করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement