Lok Sabha Election 2019

দুষ্কৃতী-তালিকা কমিশনে

রবিবার সপ্তম পর্বে রাজ্যে ন’টি লোকসভা কেন্দ্র ছাড়াও চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০১৯ ০৩:৫০
Share:

ছবি: সংগৃহীত।

আগের ছ’দফায় যে-সব জায়গায় ভোট হয়েছে, সেখানকার দুষ্কৃতীদের এলাকায় আটকেই ভোট-সপ্তমীতে শান্তিতে ভোট চাইছে নির্বাচন কমিশন। মঙ্গলবার দুষ্কৃতীদের সেই তালিকা বিশেষ পুলিশ-পর্যবেক্ষক বিবেক দুবের কাছে পাঠিয়েছেন রাজ্য পুলিশের নোডাল অফিসার এডিজি (আইনশৃঙ্খলা) সিদ্ধিনাথ গুপ্ত। সোমবার রাতেই বিভিন্ন জেলা থেকে এডিজি (আইনশৃঙ্খলা)-র কাছে সেই তালিকা পাঠান সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেরা।

Advertisement

রবিবার সপ্তম পর্বে রাজ্যে ন’টি লোকসভা কেন্দ্র ছাড়াও চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। সেই তালিকায় রয়েছে ভাটপাড়াও। ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য মঙ্গলবার দুবের কাছে দাবি জানান ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী, নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকেরা। সংশ্লিষ্ট সূত্রের খবর, অর্জুনের গতিবিধির পাশাপাশি ভাটপাড়া পুর এলাকার এক কাউন্সিলরের গতিবিধির উপরে নজরদারির দাবি জানিয়েছেন তৃণমূল নেতারা। তাঁদের মতে, ভাটপাড়ার কাউন্সিলর হলেও তাঁরা অন্য বিধানসভা এলাকার ভোটার। ফলে কমিশনের নিয়ম অনুসারে তাঁদের এলাকায় থাকা কথা নয়। অর্জুনের কয়েক জন অনুগামীর বিরুদ্ধেও অভিযোগ করেছেন তাঁরা। তাঁদের মধ্যে কয়েক জনের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত অভিযোগও রয়েছে বলে দাবি তৃণমূল নেতাদের। তবে ভাটপাড়া উপনির্বাচনকে অশান্তিমুক্ত করতে বদ্ধপরিকর কমিশন। কমিশনের এক কর্তা বলেন, ‘‘ভাটপাড়ায় গোলমাল পাকানোর লোক ওই দিন থাকবে তো! মানুষ নিশ্চিন্তে তাঁর নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।’’

ভোট-সপ্তমীর পরিস্থিতি খতিয়ে দেখতে আজ, বুধবার জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার এবং যাদবপুরে যাওয়ার কথা দুবের। কাল, বৃহস্পতিবার বসিরহাট, বারাসত এবং দমদম যাওয়ার কথা তাঁর। পরশু, শুক্রবার কলকাতা উত্তর ও দক্ষিণে একই ধরনের বৈঠক করবেন তিনি।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement