বেকসুর খালাস পেলেন অধীর

দু’টি মামলার মধ্যে একটিতে অধীর একাই অভিযুক্ত ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৯ ১০:৪৮
Share:

অধীর চৌধুরী। বৃহস্পতিবার সাগরপাড়ায়। নিজস্ব চিত্র

নির্বাচনী বিধি ভাঙার অভিযোগে ২০০৯ সালে দায়ের করা দু’টি মামলায় বেকসুর খালাস পেলেন বহরমপুরের বিদায়ী সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বৃহস্পতিবার ওই দুই মামলায় তাঁকে বেকসুর খালাস দেন বারাসতের বিশেষ আদালতের (সাংসদ, বিধায়ক) বিচারক সোমনাথ চক্রবর্তী।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, দু’টি মামলার মধ্যে একটিতে অধীর একাই অভিযুক্ত ছিলেন। তাঁর আইনজীবী অরুণকুমার দেবনাথ এদিন বলেন, ‘‘অন্য একটি মামলায় অধীর চৌধুরী ছাড়াও মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মাহফুজ আলম ডালিমও অভিযুক্ত ছিলেন। তাঁকেও বিচারক এদিন বেকসুর খালাস দিয়েছেন।’’

প্রসঙ্গত, অভিযুক্ত সাংসদ ও বিধায়কদের নামে দায়ের করা মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে এ রাজ্যের জন্য বারাসতে বিশেষ আদালত খোলা হয়েছে। ওই বিশেষ আদালতের বিচারক সোমনাথ চক্রবর্তী বহরমপুরের সাংসদকে এদিন দু’টি মামলা থেকেই বেকসুর খালাস করে দিয়েছেন। অধীরের আরেক আইনজীবী অমিত মজুমদার বলেন, ‘‘সাংসদ অধীর চৌধুরী নির্বাচনী বিধি ভেঙেছেন বলে রাজ্য সরকারের পক্ষ থেকে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু তাদের তোলা অভিযোগ সরকারপক্ষ প্রমাণ করতে না পারায় গত ২৭ ফেব্রুয়ারি দু’টি মামলা থেকেই বেকসুর খালাস পেয়েছিলেন বহরমপুরের সাংসদ। এদিন তিনি আরও দু’টি মামলা থেকেও বেকসুর খালাস পেলেন।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন