সব্যসাচীকে ঘিরে ফের জল্পনা

বিধাননগরের মেয়র, তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে ঘিরে ফের রহস্য ঘনীভূত। শনিবার রাতে সল্টলেকের সিই ব্লকের একটি বাড়িতে তাঁর সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বৈঠক হয়েছে বলে খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৯ ০৪:২১
Share:

সব্যসাচী দত্ত।

বিধাননগরের মেয়র, তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে ঘিরে ফের রহস্য ঘনীভূত। শনিবার রাতে সল্টলেকের সিই ব্লকের একটি বাড়িতে তাঁর সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বৈঠক হয়েছে বলে খবর।

Advertisement

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে দিলীপ বলেন, ‘‘একসঙ্গে খেয়েছি। ওঁর সঙ্গী ছেলেরা ছিল।’’ সব্যসাচীর বিজেপিতে যাওয়া নিয়ে কোনও কথা হয়েছে কি? দিলীপের উত্তর, ‘‘সে রকম কোনও কথা হয়নি।

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

Advertisement

সব্যসাচীকে ফোন করা হলে তিনি অবশ্য বলেন, ‘‘অবান্তর প্রশ্ন করবেন না। আমি এখন পরিবারের লোকেদের সঙ্গে রেস্তোরাঁয় খাওয়াদাওয়া করছি।’’

সব্যসাচীকে ঘিরে জল্পনার সূত্রপাত তাঁর বাড়িতে মুকুল রায়ের লুচি-আলুর দম খাওয়াকে কেন্দ্র করেই। সব্যসাচী অবশ্য তার পরে দাবি করেন, সেটা ছিল নিছকই সৌজন্য। তিনি তৃণমূলেই আছেন। কিন্তু দোলের দিন সল্টলেকে একটি অনুষ্ঠানে তাঁর বক্তব্য এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। তৃণমূল সূত্রেও বলা হচ্ছে, সব্যসাচীর গতিবিধির উপরে নজর রাখছে দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement