লোকসভা নির্বাচন ২০১৯

বাংলায় এখন শুধুই বোমার কারখানা, কালিম্পঙে মমতাকে তোপ অমিত শাহের

কালিম্পং-এ বিজেপি সভাপতি অমিত শাহ

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালিম্পঙ শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ১৩:২৫
Share:

অমিত শাহ। ফাইল চিত্র।

দার্জিলিং লোকসভা আসনে দলীয় প্রার্থী রাজু বিস্তা-র সমর্থনে আজ কালিম্পঙে প্রচার করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। আর নিজের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেই একের পর এক তোপ দাগলেন তিনি।

Advertisement

দার্জিলিঙে বিজেপি প্রার্থীকে সমর্থন করছে গোর্খা জনমুক্তি মোর্চা। সেই বিষয়টি মাথায় রেখে আজকের জনসভার শুরুতেই অমিত বলেন, গোর্খাদের পাশে সব সময় আছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি বলেন, নাগরিকত্ব বিল নিয়ে গোর্খাদের চিন্তার কোনও কারণ নেই। তিনি বলেন, শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে তাঁর প্রশ্ন, ‘‘অনুপ্রবেশকারীদের নিয়ে এত দরদ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের?’’

রাজ্যে জঙ্গলরাজ চলছে বলে তাঁর তোপ, ‘‘বাংলায় এখন আর কোনও শিল্প নেই, বাংলায় এখন শুধুই বোমার কারখানা।’’ রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ‘‘বাংলায় এখন চলছে সিন্ডিকেট রাজ। টিএমসি মানে এখন তুষ্টিকরণ, মাফিয়ারাজ এবং চিটফান্ড।’’ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, কেন্দ্রে সরকার এলেই রাজ্যে তৃণমূল সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে যাবে।

Advertisement

কালিম্পঙের জনসভায় কাশ্মীর প্রসঙ্গও আনেন অমিত শাহ। তিনি বলেন, ‘‘যতক্ষণ এক জন বিজেপি কর্মীর দেহে প্রাণ আছে, ততক্ষণ কাশ্মীরকে আলাদা করা সম্ভব নয়।’’

কৃষক এবং শ্রমিকদের জন্য কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের কথা কালিম্পঙের সভায় জানান অমিত। তাঁর কথায়, ‘‘কৃষকদের জন্য, শ্রমিকদের জন্য বিভিন্ন যোজনা ঘোষণা করেছে কেন্দ্র। মমতাকে আমার প্রশ্ন, ‘আপনি কী করেছেন শ্রমিকদের জন্য।’’

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবিস্তার আসছে)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন