নজরবন্দি করে রাখায় মামলা অনুব্রতের

অনুব্রতের হয়ে মামলা লড়ায় এ দিন বৈশ্বানরের বিরুদ্ধে সরব হন অনেক আইনজীবী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ০২:১০
Share:

—ফাইল চিত্র।

ভোটের দিন নজরবন্দি করে রাখায় তাঁর মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে সোমবার মামলা দায়ের করেন অনুব্রত মণ্ডল।

Advertisement

বিচারপতি দেবাংশু বসাক এ দিন কোনও অন্তর্বর্তী নির্দেশ দেননি। তিনি অনুব্রতের আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায়ের উদ্দেশে মন্তব্য করেন, ‘‘নজরবন্দি রাখার নোটিসে বলা হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্যই এই ব্যবস্থা। মামলাটি আদৌ দাঁড়ায় কি না, তা-ও দেখতে হবে।’’ বিচারপতি বসাক নির্বাচন কমিশন ও অনুব্রত, দু’পক্ষকেই হলফনামা দিয়ে বক্তব্য পেশ করার নির্দেশ দিয়েছেন।

পরবর্তী শুনানি হবে তিন সপ্তাহ পরে। হাওড়া আদালতে গোলমালের জেরে আইনজীবীদের কাজে যোগ না-দিতে অনুরোধ করেছে বার কাউন্সিল। সেই অনুরোধ অমান্য করে অনুব্রতের হয়ে মামলা লড়ায় এ দিন বৈশ্বানরের বিরুদ্ধে সরব হন অনেক আইনজীবী।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন