ভবিষ্যৎ সুরক্ষিত তো! ভারতীর খোঁচা তৃণমূল কর্মীদের

প্রচারের শুরু থেকেই নিজে বিভিন্ন এলাকায় যাচ্ছেন ভারতী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ০১:০৭
Share:

মহিলাদের সঙ্গে ভারতী ঘোষ। দাসপুরের চকসুন্দর গ্রামে। ছবি: কৌশিক সাঁতরা

শনিবার দুপুর। দাসপুরের নিজামপুর গ্রামে প্রচারে বেরিয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। রাস্তার পাশের বাঁশের মাচায় বসে রয়েছেন কয়েকজন তৃণমূল কর্মী। ভারতী এগিয়ে গেলেন তাঁদের দিকে। প্রশ্ন করলেন, ‘‘কেমন আছেন?’’ উত্তর এল, ‘‘বেশ আছি। আপনি কেন আবার এলেন?” কিছুটা অপ্রস্তুত হলেও পাল্টা ফেরালেন জেলার প্রাক্তন পুলিশ সুপার, ‘‘বহু মানুষ বলছেন তাঁরা ভাল নেই। আপনাদের পরিবার-ছেলেমেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত তো? কথাটা একবার ভেবে দেখবেন।”

Advertisement

প্রচারের শুরু থেকেই নিজে বিভিন্ন এলাকায় যাচ্ছেন ভারতী। এ দিন দাসপুর ১ ব্লকের নন্দনপুর ও সরবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার তিলন্দ, পাবর্তীপুর, নিজামপুর, চকসুন্দর, বিহারীচক-সহ বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি প্রচারে গিয়েছিলেন তিনি। প্রচার শুরুর আগে তেমোহানিতে শনি ও কালী মন্দিরে ঢুকে নিজেই পুজো পাঠ করেন। তার পর বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়ন গ্রামে যাচ্ছে কি না জানতে চান বিজেপি প্রার্থী। বাংলা আবাস যোজনায় বাড়ি, শৌচাগার পেয়েছেন কি না জানতে চান সেটাও। এলাকার সাংসদ দীপক অধিকারীকে কখনও চোখের দেখা দেখেছেন কি না সেটাও জেনে নিতে ভোলেননি প্রচারের ফাঁকে। পথচলতি মানুষদের নমস্কার জানান তিনি। অনেকেই প্রার্থীকে সামনে পেয়ে নানা অভিযোগের কথা জানান।

এ দিনের প্রচারে প্রতিরোধের বার্তাও দিয়েছেন ভারতী। এ দিন চকসুন্দর গ্রামে কয়েকজন মহিলা তৃণমূল হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তাঁর কাছে। সেই শুনে বিজেপি প্রার্থীর পরামর্শ, “আপনারা তিন-চার জন মিলে একসঙ্গে ঘুরুন। লাঠি-বটি, ঝাঁটা সঙ্গে নিয়ে বেরোবেন।” তিনি দাবি করেন, কয়েকদিন পরেই কেন্দ্রীয় বাহিনী গ্রামে ঢুকবে। ভারতী বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীকে সব জানাবেন। তারা মাথাকে জানাবে। সেখান থেকে খবর পেয়ে যাব।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এ দিন টানা প্রচারে পুরোটাই ভিডিয়ো করিয়েছেন প্রাক্তন আইপিএস ভারতী। কোথায় জলের সমস্যা, কোথায় সেতুর দাবি, জেনে নিয়েছেন সব কিছুই। সাংসদ তহবিলের টাকায় কোথায় কী উন্নয়ন হয়েছে ঝালিয়ে নিয়েছেন সেসবও। দিনের শেষে তাঁর দাবি, ‘‘প্রচারে বিপুল সাড়া পাচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন