Lok Sabha Election 2019

ষষ্ঠ দফা শুরুর আগেই ভোটের বলি ১, ঝাড়গ্রামে খুন বিজেপি বুথ সভাপতি

বিজেপির অভিযোগ, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে খুন করেছে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০১৯ ০৩:১২
Share:

শিবশঙ্কর দাস। হামলায় ফেটে গিয়েছে মাথা। —নিজস্ব চিত্র।

ষষ্ঠ দফা শুরুর আগের রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠল পশ্চিমবঙ্গ। খুন হয়ে গেলেন ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বিজেপির বুথ সভাপতি। শনিবার গভীর রাতে ঝাড়গ্রামের জুনাসোলায় তাঁর উপর হামলা করে দুষ্কৃতী। হামলায় মৃত্যু হয়েছে তাঁর। বিজেপির ওই বুথ সভাপতির নাম শ্রী রামিন সিংহ।

Advertisement

বিজেপির অভিযোগ, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে খুন করেছে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে।

এ দিকে বাঁকুড়াতেও বিজেপি কর্মীর উপরে হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতেই বাঁকুড়া শহরের রবীন্দ্র সরণিতে বিজেপি কর্মী বিপু দাসের দাদা শিবশঙ্কর দাসের উপর হামলা হয়। গুরুতর জখম হন তিনি। তাঁর মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায় এই হামলায়। তৃণমূলের কর্মীরাই এই হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেছে বিজেপি।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement