Lok Sabha Election 2019

সপ্তমীতে রাজ্যে মামলায় এগিয়ে বিজেপি প্রার্থীরা

নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার রিপোর্ট বলছে, সব থেকে বেশি মামলা রয়েছে বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০১৯ ০৩:৪৮
Share:

ছবি: পিটিআই।

রাজ্যে লোকসভার সপ্তম দফার ভোটে ২১ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। এবং ফৌজদারি এবং গুরুতর ফৌজদারি মামলার নিরিখে দলগত ভাবে সব থেকে এগিয়ে রয়েছে বিজেপি। তাদের ন’জন প্রার্থীর মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে এবং ওই পাঁচ জনের মধ্যে চার জনই গুরুতর মামলায় অভিযুক্ত।

Advertisement

ভোট-সপ্তমাতে বাংলার মোট ১১১ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ (এডিআর) এবং ‘পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচ’। তারা আরও জানিয়েছে, ১১১ জনের মধ্যে ১৭ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। প্রায় ১৫ শতাংশ প্রার্থী গুরুতর মামলায় অভিযুক্ত।

নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার রিপোর্ট বলছে, সব থেকে বেশি মামলা রয়েছে বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে। সাতটি মামলা রয়েছে কলকাতা (উত্তর) কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিংহের বিরুদ্ধে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

গুরুতর অভিযোগের ক্ষেত্রে পিছিয়ে থাকলেও মোট ফৌজদারি অপরাধের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার, সৌগত রায় এবং মালা রায়ের বিরুদ্ধে মামলা রয়েছে। কলকাতা (উত্তর) কেন্দ্রে রাহুলবাবুর প্রতিদ্বন্দ্বী সুদীপবাবুকে রোজ ভ্যালি মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। গুরুতর অভিযোগের নিরিখে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস প্রায় সমান অবস্থানে। দু’দলেরই দু’জন করে প্রার্থী গুরুতর মামলায় অভিযুক্ত। কিন্তু শতাংশের হেরফেরে কংগ্রেস দ্বিতীয়, তৃণমূল ওই তালিকায় তৃতীয় স্থান পেয়েছে। সিপিএমের ছ’জন প্রার্থীর মধ্যে একমাত্র দমদম কেন্দ্রের প্রার্থী নেপালদেব ভট্টাচার্যের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ রয়েছে।

তবে সামগ্রিক ভাবে মামলার নিরিখে বড় দলের প্রার্থীদের পিছনে ফেলে দিয়েছেন বারাসত কেন্দ্রের সিপিআইএমএল (রেড স্টার) দলের প্রার্থীর অলি মহম্মদ মল্লিক। তাঁর বিরুদ্ধে মোট ৩২টি ফৌজদারি মামলা রয়েছে। তার মধ্যে ২০টি খুনের চেষ্টা এবং মারাত্মক অস্ত্র নিয়ে হাঙ্গামার ২৫টি মামলা রয়েছে।

পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচের রাজ্য কো-অর্ডিনেটর উজ্জয়িনী হালিম বলেন, ‘‘আমরা সামাজিক সংগঠন হিসেবে বারবার রাজনৈতিক দলগুলির কাছে আর্জি জানিয়েছি, অভিযুক্ত প্রার্থীদের যেন মনোনয়ন দেওয়া না-হয়। কিন্তু সেই আবেদন যে মানা হচ্ছে না, গুরুতর মামলায় অভিযুক্তদের প্রার্থী করার ঘটনাতেই সেটা পরিষ্কার।’’ যদিও রাজনৈতিক দলগুলির বক্তব্য, অনেক সময়েই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। তার ফলে বহু নেতার বিরুদ্ধে এই ধরনের বিভিন্ন মামলা থেকে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন