শামিয়ানা-ব্রিগেডের পরিকল্পনা বিজেপির

দলীয় সূত্রের খবর, গরমে কষ্ট এড়াতে মোদীর ব্রিগেডের সভায় শামিয়ানার ব্যবস্থা রাখতে রাঁচি এবং দিল্লির দুই ডেকরেটর সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০০:৫৯
Share:

ঢাকা ব্রিগেডের পরিকল্পনা করছে বিজেপি। লোকসভা ভোটের প্রচারে আগামী ৩ এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপি সূত্রের খবর, ওই সভার জন্য ২৫ লক্ষ বর্গ ফুটের শামিয়ানার ব্যবস্থা করতে চায় তারা। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান, ব্রিগেডের আগে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যে তিনটি সভা করবেন। কোচবিহার এবং রায়গঞ্জে তাঁর সভা করার কথা আগামী শুক্রবার ২৯ মার্চ।

Advertisement

দলীয় সূত্রের খবর, গরমে কষ্ট এড়াতে মোদীর ব্রিগেডের সভায় শামিয়ানার ব্যবস্থা রাখতে রাঁচি এবং দিল্লির দুই ডেকরেটর সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের সহযোগিতা করতে পারে হাওড়ার একটি ডেকরেটর সংস্থা। বিজেপির পরিকল্পনা— ব্রিগেড সমাবেশে হ্যাঙ্গার প্রযুক্তির সাহায্যে মাথার উপর অ্যালুমিনিয়ামের চাদর টাঙানো। কয়েক মাস আগে মেদিনীপুরে মোদীর জনসভায় শামিয়ানা ভেঙে পড়ে বিপত্তি হয়েছিল। আহত হয়েছিলেন বহু মানুষ। সেই ঘটনা মাথায় রেখে এ বার মোদীর সভায় শামিয়ানার ব্যাপারে বিশেষ সতর্কতা নেওয়ার কথা ভাবছে বিজেপি। রাজ্য দলের এক নেতার দাবি, ওই সভায় যে ডেকরেটর সংস্থা কাজ করেছিল, তাদের এ বার দায়িত্ব দেওয়া হচ্ছে না। বিরোধীরা অবশ্য ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে, ব্রিগেড ভরানো যাবে না বলেই কি শামিয়ানা-কৌশল নিল বিজেপি?

মোদীর ৩ তারিখ দিল্লি থেকে সরাসরি বাগডোগরায় নামার কথা। সেখান থেকে চপারে শিলিগুড়ি গিয়ে জনসভা সেরে ফের বাগডোগরা থেকে কলকাতার দিকে ওড়ার কথা তাঁর। শিলিগুড়ির সভা শুরু হওয়ার কথা বেলা ১টায় এবং ব্রিগেডের সভার নির্ধারিত সময় বেলা ৩টে।

Advertisement

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন