general-election-2019/west-bengal

আজ শহরে সভায় অমিত শাহ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমিত শাহের আসার আগে সেন্ট্রাল পার্কের মাঠে মঞ্চ তৈরির কাজ জোরকদমে চলছে। চলছে হেলিপ্যাড তৈরির কাজও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০১ মে ২০১৯ ০৬:৩৭
Share:

অমিত শাহ। ফাইল চিত্র।

ইতিমধ্যেই নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ সভা করে গিয়েছেন। আজ, বুধবার সভা করার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। রাজ্য বিজেপি যে ক’টি লোকসভার আসনকে সম্ভাবনাময় বলে মনে করছে তার মধ্যে বনগাঁ অন্যতম। এই কেন্দ্রে জয়কে পাখির চোখ করছে বিজেপি। ফলে বিজেপির তাবড় নেতারা প্রচারে আসছেন এখানে। এর আগে ঠাকুরনগরে মোদী-যোগী সভা করেছেন। আজ, বুধবার কল্যাণীর সেন্ট্রাল পার্কের মাঠে সভা করতে আসার কথা অমিত শাহের।

Advertisement

বিজেপির একটি সূত্র জানাচ্ছে, এই লোকসভা কেন্দ্রের অধীনে বিভিন্ন বিধানসভা এলাকায় সংখ্যালঘু ভোট সেই অর্থে নেই। সেখানে মতুয়া ভোটই এই কেন্দ্রের জয়-পরাজয় নির্ধারণ করে। সেই বিষয়টি মাথায় রেখে তৃণমূল বেশ কয়েকটি বিধানসভা ও লোকসভা ভোটে প্রার্থী করছে ‘মতুয়াদের নিয়ন্ত্রক’ ঠাকুরবাড়ি থেকে। এ বার বিজেপিও ঠাকুরবাড়ির ছেলে শান্তনু ঠাকুরকে প্রার্থী করেছে। বিজেপির এক জেলা নেতার দাবি, এই কেন্দ্রের প্রতি স্বয়ং কেন্দ্রীয় নেতাদের নজর রয়েছে। ফলে এখানে হেভিওয়েটে প্রচারকেরা আসছেন।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমিত শাহের আসার আগে সেন্ট্রাল পার্কের মাঠে মঞ্চ তৈরির কাজ জোরকদমে চলছে। চলছে হেলিপ্যাড তৈরির কাজও। বিজেপির আশা, এ দিনের সভায় অমিত শাহ মতুয়াদের উদ্দেশে ‘বিশেষ বার্তা’ দিতে পারেন।

বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি জগন্নাথ সরকার বলছেন, ‘‘তাহেরপুরে ‘মোদীজি’র সভা যেমন কানায় কানায় ভরে গিয়েছিল এ দিনের সভাতেও রেকর্ড লোক হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement