Afghanistan Minister

আবার ভারত সফরে আফগানিস্তানের তালিবান সরকারের এক মন্ত্রী, তিন মাসে তৃতীয় বার দ্বিপাক্ষিক বৈঠক

মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আফগান স্বাস্থ্যমন্ত্রী জালালির বিমান। তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন বিদেশ মন্ত্রকের যুগ্মসচিব আনন্দ প্রকাশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ২২:১৪
Share:

তিন মাসের মধ্যে আফগানিস্তানের তালিবান সরকারের তিন নম্বর মন্ত্রী এলেন ভারত সফরে। — ফাইল চিত্র।

বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি, বাণিজ্যমন্ত্রী নূরউদ্দিন আজিজির পরে এ বার স্বাস্থ্যমন্ত্রী নূর জালাল জালালি। তিন মাসের মধ্যে আফগানিস্তানের তালিবান সরকারের তিন নম্বর মন্ত্রী এলেন ভারত সফরে। হবে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে তৃতীয় বৈঠক। নয়াদিল্লি-কাবুলের এই সখ্য ইসলামাবাদের উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জালালির বিমান। তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন বিদেশ মন্ত্রকের যুগ্মসচিব আনন্দ প্রকাশ। সরকারি সূত্রের খবর, ভারতের অর্থ সাহায্যে চলা আফগানিস্তানের বিভিন্ন পুরনো এবং কিছু নতুন প্রকল্প নিয়ে আলোচনা হবে দু’পক্ষের। যার মধ্যে রয়েছে থ্যালাসেমিয়া সেন্টার, একটি আধুনিক ডায়াগনস্টিক সেন্টার, শিশু হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, একটি নতুন ৩০ বেডের হাসপাতালের মতো প্রকল্প।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আফগান স্বাস্থ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘এই সফর আফগানিস্তানের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার প্রতি ভারতের স্থায়ী সমর্থনের প্রতিফলন ঘটাবে। আমরা ফলপ্রসূ আলোচনার জন্য উন্মুখ।’’ প্রসঙ্গত গত অক্টোবরে তালিবানের বিদেশমন্ত্রী মুত্তাকি ভারতে এসে ছ’দিন ছিলেন। তাৎপর্যপূর্ণ ভাবে তাঁর সফরের সময়ই রাজধানী কাবুল-সব আফগানিস্তানের বিভিন্ন এলাকায় পাকিস্তানি যুদ্ধবিমান হামলা চালিয়েছিল। ওই ঘটনার জেরে কাবুল-ইসলামাবাদ যুদ্ধ পরিস্থতির সৃষ্টি হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement