রানাঘাটে শুধু মোদীর সভায় যেতে অনুমতি মুকুলকে

সত্যজিৎ-হত্যার মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছেন মুকুল। গত ১৩ ফেব্রুয়ারি সেই মামলার শুনানিতে তাঁকে নদিয়া জেলায় ঢুকতে নিষেধ করে বিচারপতি বাগচীর ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে মুকুলকে নির্দেশ দেওয়া হয়, তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ০৪:০৯
Share:

কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের হত্যাকাণ্ডে অভিযুক্ত তিনি। সেই জন্য বিজেপি নেতা মুকুল রায়ের নদিয়ায় ঢোকার উপরে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে। তবে মুকুল রানাঘাটে নরেন্দ্র মোদীর নির্বাচনী সভায়
যোগ দিতে পারবেন বলে মঙ্গলবার নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ। আজ, বুধবার রানাঘাটে মোদীর সভা হওয়ার কথা।

Advertisement

সত্যজিৎ-হত্যার মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছেন মুকুল। গত ১৩ ফেব্রুয়ারি সেই মামলার শুনানিতে তাঁকে নদিয়া জেলায় ঢুকতে নিষেধ করে বিচারপতি বাগচীর ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে মুকুলকে নির্দেশ দেওয়া হয়, তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে।

রানাঘাটে প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনী সভা-সহ চারটি রাজনৈতিক কর্মসূচিতে তিনি যাতে যোগ দিতে পারেন, তার অনুমতি চেয়ে সম্প্রতি বিচারপতি বাগচীর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মুকুল। এ দিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত ও সরকারি কৌঁসুলি শাশ্বতগোপাল মুখোপাধ্যায় জানান, মুকুলবাবু নদিয়ায় ঢুকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। ওই বিজেপি নেতার আইনজীবী ফিরোজ এডুলজি ও শুভাশিস দাশগুপ্ত অবশ্য জানান, এমন আশঙ্কা অমূলক। তাঁদের মক্কেলকে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে দেওয়া হোক।

Advertisement

দু’পক্ষের বক্তব্য শোনার পরে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে মুকুল শুধু আজ, বুধবারেই নদিয়ায় ঢুকতে পারবেন। অন্য কোনও কর্মসূচি উপলক্ষে তিনি ওই জেলায় ঢুকতে পারবেন না। তবে ভিডিয়ো-সম্মেলনের মাধ্যমে মুকুল বাকি কর্মসূচিতে যোগ দিতে পারবেন। রাজ্য সরকারের কাছে এই ব্যাপারে তিনি যদি কোনও রকম সাহায্য চান, তা হলে রাজ্য তাঁকে সেই সাহায্য দেবে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

ডিভিশন বেঞ্চ এ দিন জানিয়েছে, বিধায়ক খুনের মামলায় আগামী ২৮ মে পর্যন্ত মুকুলকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। ওই মামলার পরবর্তী শুনানি হবে ২০ মে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement