আজ ফের ভারতীর মুখোমুখি সিআইডি

ভোট প্রচারের মধ্যেই ফের ভারতী ঘোষকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। সিআইডি সূত্রের খবর, আজ, শনিবার দাসপুরে গিয়েই জিজ্ঞাসাবাদ করা হতে পারে প্রাক্তন আইপিএসকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল     শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ০০:২৮
Share:

প্রচারে ভারতী ঘোষ। শুক্রবার দাসপুরে। —নিজস্ব চিত্র।

ভোট প্রচারের মধ্যেই ফের ভারতী ঘোষকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। সিআইডি সূত্রের খবর, আজ, শনিবার দাসপুরে গিয়েই জিজ্ঞাসাবাদ করা হতে পারে প্রাক্তন আইপিএসকে।
ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী সর্দি-জ্বরে ভুগছেন ক’দিন ধরেই। এখনও পুরোপুরি সুস্থ নন। তার মধ্যে একদিকে রয়েছে ঠাসা প্রচার কর্মসূচি, পাল্লা দিয়ে চলছে সিআইডির জিজ্ঞাসাবাদ। শুক্রবার বিকেলেও দাসপুর জুড়ে টানা প্রচার করেছেন এই বিজেপি প্রার্থী। বিজেপির ঘাটাল লোকসভা নিবার্চনী কমিটির আহ্বায়ক তপন মাইতি জানালেন, আজ, শনিবার সকাল থেকে পাঁশকুড়ায় প্রচার রয়েছে ভারতীর।
বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তদন্তে সহযোগিতা করতে হবে। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য তৎপরতা শুরু করে সিআইডি। দাসপুর থানার পুলিশ গিয়ে দাসপুরের কলমিজোড়ে ভারতীর বাড়িতে নোটিস সাঁটিয়ে আসে। গত এক সপ্তাহে তিনবার টানা সিআইডির মুখোমুখি হতে হয়েছে ভারতীকে। ভরা ভোট মরসুমে খোদ প্রার্থী সিআইডি-র জিজ্ঞাসাবাদ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় বিভিন্ন জায়গায় প্রচারে কাটছাঁট করা হচ্ছে। ক্ষুব্ধ বিজেপির কর্মীদের অভিযোগ, ‘‘ভোট প্রচারে আমাদের প্রার্থী যাতে কম সময় পান,তাই ইচ্ছে করে তাঁকে জিজ্ঞাসাবাদের নামে আটকে রাখা হচ্ছে।’’ ভারতীও এ দিন বলেন, “দেড় বছরের পুরনো মামলা খুঁচিয়ে তুলে সিআইডিকে সামনে রেখে সরকার এ সব করছে। সুপ্রিম কোর্টে সব জানিয়েছি। তবে এতে আমাকে আটকে যাবে না।”
এ দিন সকাল থেকে দাসপুরে রোড শো করার কথা ছিল ভারতীর। সকালের সেই কর্মসূচি হয়েছে বিকেলে। দাসপুরের বেলতলা থেকে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী। বেলতলা থেকে বৈকুন্ঠপুর, দাসপুর, লাউদা, বেলেঘাটা, গোপীনাথপুর ঘুরে সুলতাননগরে শেষ হয় রোড শো। কেউ প্রচারের সময় চান। কেউ কথা বলেন ফ্লেক্স, ফেস্টুন নিয়ে। এ সবের মধ্যেই আজ ফের সিআইডিকে সামলাবেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন