প্রতীকী ছবি।
উত্তর কলকাতায় সংখ্যালঘু ভোটের দিকে নজর দিচ্ছে কংগ্রেস। ওই লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী বাছাই করতে গিয়ে সংখ্যালঘু মুখকেই প্রাধান্য দিচ্ছে তারা। দলীয় সূত্রের খবর, উত্তর কলকাতা কেন্দ্রের জন্য প্রদেশ কংগ্রেসের তরফে আইনজীবী শাহিদ ইমামের নাম পাঠানো হচ্ছে এআইসিসি-র অনুমোদনের জন্য। পাশাপাশি, বিরোধী দলনেতা আব্দুল মান্নান সওয়াল করছেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খানকে প্রার্থী করার জন্য। তমলুকে লক্ষ্মণ শেঠকে প্রার্থী করার কথা আগেই ঠিক হয়েছে। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি অনুমোদন দিলে উত্তর কলকাতা, ঘাটাল, তমলুক ও আসানসোলে দলীয় প্রার্থীর নাম ঘোষণা হবে।
পাঁচ বছর আগে উত্তর কলকাতায় কংগ্রেস প্রার্থী সোমেন মিত্র এক লক্ষ ৩০ হাজার ভোট পেয়েছিলেন। সিপিএমের প্রার্থী রূপা বাগচী পেয়েছিলেন ১ লক্ষ ৯৬ হাজার ভোট। এ বারও জোট নেই। সংখ্যালঘু ভোট তাই তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের মধ্যে কী ভাবে ভাগ হয়, সে দিকে নজর থাকবে রাজনৈতিক শিবিরের। প্রদেশ কংগ্রেসের এক নেতার কথায়, ‘‘নরেন্দ্র মোদীর জমানায় সংখ্যালঘুরা বিপন্ন। তাঁরা নিরাপত্তা চান এবং কেন্দ্রে কংগ্রেস সরকারই তাঁদের সুরক্ষা দিতে পারে। উত্তর কলকাতা-সহ সর্বত্রই আমরা এই প্রচার নিয়ে যাব।’’
প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটি উত্তর কলকাতার জন্য প্রথমে এক কর্পোরেট শিক্ষা প্রতিষ্ঠানের কর্তার নাম তালিকায় রেখেছিল। তিনি শেষ পর্যন্ত রাজি না হওয়ায় আবার প্রার্থীর খোঁজ শুরু হয়।