১১ জেলায় পুলিশ পর্যবেক্ষক আগামী সপ্তাহে

রাজ্যের দশটি জেলাতে টহলদারি শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ০৩:৪৩
Share:

প্রতীকী ছবি।

প্রথম এবং দ্বিতীয় দফায় পাঁচটি আসনের জন্য মনোনয়নপত্র জমার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের দশটি জেলাতে টহলদারি শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি, আগামী সপ্তাহে রাজ্যের ১১টি জেলায় আসতে চলেছেন পুলিশ পর্যবেক্ষকেরা। তাঁদের একাংশের ভোট সংক্রান্ত প্রশিক্ষণ বৈঠক ১৪ মার্চ শেষ হয়েছে। ২৬ মার্চ আর এক দফা প্রশিক্ষণ বৈঠক রয়েছে। সূত্রের খবর, ওই প্রশিক্ষণের পরেই দিল্লি থেকেই সরাসরি জেলাগুলিতে পৌঁছে যাবেন পুলিশ পর্যবেক্ষকেরা।

Advertisement

প্রথম দফায় কোচবিহার, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান ও কলকাতায় পুলিশ পর্যবেক্ষক আসতে চলেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। ওই সব জেলায় অতি স্পর্শকাতর এলাকা বেশি থাকায় শুরুতেই পর্যবেক্ষক পাঠানো হচ্ছে। পরে অন্য জেলাতেও পুলিশ পর্যবেক্ষকেরা আসবেন।

বাহিনীর টহলদারি, নেতানেত্রীদের ভাষণ থেকে শুরু করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখবেন পুলিশ পর্যবেক্ষকেরা। রাজ্যে এসে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছিলেন, বাহিনী মোতায়েনের ক্ষেত্রে পুলিশ পর্যবেক্ষকেরাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। রাজ্য মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) দফতরের সঙ্গে যোগাযোগ না-করে সরাসরি কমিশনের সঙ্গে সমন্বয় রাখবেন তাঁরা।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement