State news

বিতর্কিত মন্তব্যের জেরে এ বার অনুব্রতকে শোকজ নির্বাচন কমিশনের

বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে ভূরি ভূরি অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনেও।

Advertisement

সোমনাথ মণ্ডল

কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ২২:০৮
Share:

তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। —ফাইল চিত্র।

তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে শোকজ করল নির্বাচন কমিশন। বিতর্কিত মন্তব্যের জেরে অনুব্রতর নামে একের পর এক অভিযোগ উঠেছিল। বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে ভূরি ভূরি অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনেও।

Advertisement

এই সব অভিযোগের কোন ভিত্তি রয়েছে কি না, তা জেলা পুলিশ ও প্রশাসনকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর। তাতেই দেখা যায় এই অভিযোগের ভিত্তি রয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফ থেকে অনুব্রত মন্ডলের কাছে পৌঁছেছে শোকজ চিঠি। কমিশন সূত্রে খবর, অনুব্রতের কাছে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা চাওয়া হয়েছে।

নানাবিধ মন্তব্য করে বিতর্ক তৈরি করতে অনুব্রতের জুড়ি মেলা ভার। সম্প্রতি নকুলদানা বিলি করার কথা বলে ফের বিতর্কে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল। নির্বাচন কমিশনে এ নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগও জমা পড়েছে। এ বার সেই অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিল কমিশন।

Advertisement

আরও পড়ুন: পরিবর্তনে ফিরলেন মমতা, মাড়োয়ারি মঞ্চ থেকে তীব্র আক্রমণ বিজেপিকে

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এর আগে অনুব্রতের ‘চড়াম চড়াম ঢাক বাজানো’, ‘গুড় বাতাসা’, ‘উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে’ বা ‘পাচন’ মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সে সব নিয়ে বঙ্গ রাজনীতিতে বিস্তর জলঘোলাও হয়েছে। লোকসভা নির্বাচনের আগে সেই অনুব্রত তাঁর সতীর্থদের ‘নকুল দানা’ বিলি করার নির্দেশ দিয়েছেন। পরোক্ষে এ সব ‘দাওয়াই’ বিরোধীদের ‘শায়েস্তা’ করতে, এমন অভিযোগ জমা পড়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। সম্প্রতি এক কর্মিসভার ভাষণে অনুব্রত বিচারাধীন এক জেলবন্দিকে বাইরে বার করে আনার কথা বলেন। বিরোধীরা সে সব অভিযোগ নিয়েই কমিশনের দ্বারস্থ হয়। গত শনিবারের বৈঠকে উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈনের কাছেও রাজনৈতিক দলগুলি অনুব্রতের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। এ বার সে সবই খতিয়ে দেখার নির্দেশ দিল কমিশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন