Election Commission of India

কেন্দ্রীয় বাহিনী নয়, লাঠিধারী হোমগার্ডের হাতে বুথের নিরাপত্তা, উলট পুরাণ হুগলিতে

লাঠিধারী হোমগার্ড দাঁড়িয়ে আছেন বুথের যেখানে ভোট দিচ্ছেন ভোটাররা, সেই প্রবেশপথেই।

Advertisement

সোমনাথ মণ্ডল

শেষ আপডেট: ০৬ মে ২০১৯ ১৯:২৭
Share:

প্রবেশপথে হোমগার্ড। নিজস্ব চিত্র।

বুথের ভিতরে লাঠিধারী পুলিশ বাহিনী তো নয়ই, এমনকি সশস্ত্র রাজ্যপুলিশ থাকারও অনুমতি ছিল না পঞ্চম দফায়। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছিল, ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। আর বুথের বাইরের আইনশৃঙ্খলার দায়িত্ব থাকবে রাজ্য পুলিশের হাতে। কিন্তু হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বুথে দেখা গেল উল্টো ছবি।

Advertisement

হুগলির ছুটিপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে দেখা গেল, এই বুথে সশস্ত্র পুলিশ বাহিনীর বদলে এক লাঠিধারী হোমগার্ড নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন। ওই লাঠিধারী হোমগার্ড দাঁড়িয়ে আছেন বুথের যেখানে ভোট দিচ্ছেন ভোটাররা, সেই প্রবেশপথেই। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে তিনি এই দায়িত্ব পেলেন বা কে তাঁকে এই দায়িত্ব দিল সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

লাঠিধারী হোমগার্ডকে দেখে ভোটারদের মনেও প্রশ্ন জাগে, তা হলে কি নির্বাচন কমিশনই হোমগার্ড দিয়ে ভোট করাচ্ছে। এ বিষয় নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি প্রসঙ্গ এড়িয়ে বলেন, ‘‘আপনারাই জিজ্ঞেস করুন, কে আমাকে এই দায়িত্ব দিয়েছেন।’’

Advertisement

আরও পড়ুন: আপনার মতো তোলাবাজ আর কেউ নেই: মোদীকে কটাক্ষ মমতার

নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল পঞ্চম দফায় একশো শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। সে বিষয়টি প্রতিটি জেলার নির্বাচনী আধিকারিককেও জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই ভোটগ্রহণ কেন্দ্রে কেন এই উলটপুরাণ, তা ইতিমধ্যেই খতিয়ে দেখা শুরু করেছে কমিশন। যদিও বিষয়টি নিয়ে কমিশন বা জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে কোনও তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: আমডাঙায় এ বার বাঁশ নিয়ে পাল্টা তাড়া অর্জুন সিংহকে, দেখুন ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement